পুলিশ বলছে, ওই এলাকায় দীর্ঘদিন ধরে ‘দুই পক্ষের স্থানীয় আধিপত্যকে কেন্দ্র করে’ এই ঘটনাটি ঘটেছে।
Published : 04 Apr 2025, 05:48 PM
ঢাকার ভাটারার জোয়ার সাহারা এলাকায় ‘পূর্ব শত্রুতার’ জেরে এক ব্যক্তির বাড়ির সামনে গিয়ে এক দল মানুষ ফাঁকা গুলি ছুড়ে গালিগালাজ করেছে; এই ঘটনায় জড়িতদের খুঁজছে বলছে জানিয়েছে পুলিশ।
ভাটারা থানার ওসি মো. মাজহারুল ইসলাম জানিয়েছেন, ঘটনাটি ঘটে সোমবার ঈদের দিন মধ্যরাতে; মো. রাশেদুজ্জামান রাজুর বাড়ির সামনে।
তিনি বলেছেন, ওই এলাকায় দীর্ঘদিন ধরে ‘দুই পক্ষের স্থানীয় আধিপত্যকে কেন্দ্র করে’ এই ঘটনা ঘটেছে।
“একটি পক্ষের কয়েকজন মিলে আরেক পক্ষের বাড়ির সামনে এয়ারগানসহ গিয়ে চিৎকার চেঁচামেচি করেছে। পরে আশেপাশের লোকজন এগিয়ে আসলে তারা চলে যায়।”
এই ঘটনায় একটি মামলা হয়েছে জানিয়ে ওসি মাজহারুল বলেছেন, পুলিশ এয়ারগান উদ্ধার করেছে।
“জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।”
এর আগে বাংলাদেশ পুলিশের এক ফেইসবুক পোস্টে ‘অপরাধী’ সম্পর্কে তথ্য চেয়ে সহযোগিতা চাওয়া হয়।
পোস্টে বলা হয়, “পূর্ব শত্রুতার জেরে রুবেল (৩৫), পাভেল (২৮) ও সুনামসহ (২৮) অজ্ঞাতনামা আরও ১০/১২ জন বেআইনি জনতাবদ্ধে মো. রাশেদুজ্জামান রাজুর (৩৭) বাসার সামনে গিয়ে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করে এবং ২ রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে।
“অভিযুক্তরা বাসার ভেতরে প্রবেশের চেষ্টাসহ গেইটে লাথি মারে এবং গেইটে লাগানো সিসি ক্যামেরা ভাংচুর করে।“
এরপর রাজু এবং তার পরিবারের লোকজনের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে অভিযুক্তরা খুনের হুমকি দিয়ে সেখান থেকে সরে যায় বলে ফেইসবুকে লিখেছে পুলিশ।