"জীবন এবং সৃজনের সুরক্ষা ব্যতীত কোনো জনপদের ইতিবাচক অগ্রগতি সম্ভব নয়,” বলছে সংগঠনটি।
Published : 19 Aug 2024, 12:45 AM
ভাস্কর্যসহ সকল শিল্পকর্ম রক্ষায় এগিয়ে আসার জন্য ছাত্র-জনতা ও বর্তমান সরকারের প্রতি আহবান জানিয়ে বিবৃতি দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় ভাস্কর্য প্রাক্তনি সংঘ (ডুসকা)।
অতিদ্রুত অক্ষত ভাস্কর্য ও শিল্পকর্মগুলো রক্ষার ব্যবস্থা গ্রহণ করার আহবান জানিয়ে এক বিবৃতিতে সংগঠনটি বলেছে, বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে তালিকা প্রণয়ন করে ইতিহাস, ঐতিহ্য এবং শৈল্পিক তাৎপর্যপূর্ণ ভাস্কর্য ও শিল্পকর্মগুলো পুনঃনির্মাণের যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে হবে।
ডুস্কার সভাপতি মুজিবুর রহমান ও সাধারণ সম্পাদক কাজী সাইফুদ্দিন আব্বাসের সই করা ওই বিবৃতি রোববার সংবাদমাধ্যমে পাঠিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ভাস্কর্য বিভাগের শিক্ষক অধ্যাপক নাসিমুল খবির ডিউক।
বিবৃতিতে বলা হয়- "ঢাকা বিশ্ববিদ্যালয় ভাস্কর্য প্রাক্তনি সংঘ (ডুসকা)-এর পক্ষ থেকে আমরা সাম্প্রতিক বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রেক্ষাপটে উদ্ভূত পরিস্থিতিতে নিহত সকল শহীদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি। সেইসাথে এ সময়ে সংঘটিত সকল হত্যা, নিপীড়ন ও নাশকতার তীব্র নিন্দা জানাচ্ছি। অতিদ্রুত প্রতিটি ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের বিচারের আওতায় আনার দাবি জানাচ্ছি।"
ডুসকা প্রতিষ্ঠালগ্ন থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাস্কর্য বিভাগের প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন হিসেবে ভাস্কর্য চর্চার সুষ্ঠু বিকাশ ও নিয়মতান্ত্রিক প্রক্রিয়ায় গণপ্রাঙ্গণ ভাস্কর্য স্থাপনের বিষয়ে প্রচেষ্টা চালিয়ে আসছে।
সংগঠনের বিবৃতিতে বলা হয়, "আমরা বিশ্বাস করতে চাই, জুলাই পরবর্তী সময়ে বাংলাদেশে নতুন রাষ্ট্রনৈতিক বন্দোবস্তের যে ক্ষেত্র তৈরি হয়েছে তা এদেশে মুক্তবুদ্ধির চর্চা ও শিল্পসংস্কৃতির স্বাধীন বিকাশকেও তরান্বিত করবে।
"কিন্তু আমরা গভীর উদ্বেগের সাথে লক্ষ করছি যে, আন্দোলন পরবর্তী সময়ে দেশব্যাপী বিভিন্ন স্থানে নির্বিচারে ভাস্কর্যসহ বহু শিল্পকর্ম ভাঙচুরের ঘটনা ঘটছে। বিক্ষুব্ধ জনতার আবেগকে কাজে লাগিয়ে একটি গোষ্ঠী এদেশের ইতিহাস, ঐতিহ্য, ভাষা সংগ্রাম, মুক্তিযুদ্ধ ও স্বাধীকার আন্দোলনকে কেন্দ্র করে নির্মিত ও স্থাপিত বিভিন্ন স্মারক ভাস্কর্য, প্রত্নতাত্ত্বিক গুরুত্বসম্পন্ন শিল্পকর্ম ও স্থাপনা ধ্বংস ও লুটপাট করছে।"
এই ‘ঘৃণ্য’ তৎপরতার নিন্দা জানানোর পাশাপাশি এই ‘অপতৎপরতার উদ্যোক্তাদের’ খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার দাবি জানিয়েছে ডুসকা।
সংগঠনটি বলছে, "জীবন এবং সৃজনের সুরক্ষা ব্যতীত কোনো জনপদের ইতিবাচক অগ্রগতি সম্ভব নয়। আইন-শৃঙ্খলা পরিস্থিতির এই সংকটময় মুহূর্তে জনগণের জানমাল সুরক্ষায় এদেশের বেশিরভাগ মানুষ যে দায় ও দরদ নিয়ে পরস্পরের পাশে দাঁড়িয়েছে, সেই একই দায়িত্ববোধ থেকে ভাস্কর্যসহ সকল শিল্পকর্ম রক্ষায় সবাই এগিয়ে আসবে।”