দুই দেশের বাণিজ্য-বিনিয়োগ সম্ভাবনাকে কাজে লাগাতে সরকারি ও বেসরকারি পর্যায়ের সফরের ওপর গুরুত্বারোপ করেন রাষ্ট্রপতি।
Published : 20 Nov 2024, 06:08 PM
বাংলাদেশে বিনিয়োগবান্ধব পরিবেশ বিরাজ করছে জানিয়ে কানাডার বিনিয়োগকারীদের এ দেশের ভৌত অবকাঠামো ও যোগাযোগসহ বিভিন্ন সম্ভাবনাময় খাতে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।
তিনি বলেছেন, “কানাডা বাংলাদেশের অন্যতম উন্নয়ন অংশীদার এবং পরীক্ষিত বন্ধু। বাংলাদেশের ভৌত অবকাঠামো ও যোগাযোগসহ বিভিন্ন সম্ভাবনাময় খাতে বিনিয়োগ করতে কানাডার বিনিয়োগকারীরা।”
দুই দেশের বাণিজ্য-বিনিয়োগ সম্ভাবনাকে কাজে লাগাতে সরকারি ও বেসরকারি পর্যায়ের সফরের ওপরও গুরুত্বারোপ করেন রাষ্ট্রপতি।
বঙ্গভবন এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ঢাকায় কানাডার নতুন হাই কমিশনার অজিত সিং বুধবার সকালে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছে পরিচয়পত্র পেশ করেন। এরপর বাংলাদেশে বিনিয়োগ সম্ভাবনা নিয়ে কথা বলেন রাষ্ট্রপতি।
রাষ্ট্রপতির বিনিয়োগের আহ্বানে কানাডার হাই কমিশনার বলেন, “বাংলাদেশের শ্রমশক্তি কানাডার অর্থনীতিতে ইতিবাচক ভূমিকা রাখছে। বাংলাদেশের আর্থ সামাজিক উন্নয়নে তার দেশের সহযোগিতা আগামীতেও অব্যাহত থাকবে।”
নিজের দায়িত্ব পালনকালে রাষ্ট্রপতির সার্বিক সহযোগিতা কামনা করেন অজিত সিং।
বিনিয়োগের আহ্বান ছাড়াও রোহিঙ্গা সমস্যা সমাধানে জোরালো পদক্ষেপ নিতে কানাডাসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি।
তিনি বলেন, “মিয়ানমার থেকে জোরপূর্বক বাস্তুচ্যুত প্রায় ১৩ লাখ রোহিঙ্গা এখন বাংলাদেশের জন্য একটি বড় চ্যালেঞ্জ। রোহিঙ্গারা যাতে সসম্মানে নিজ মাতৃভূমিতে ফিরে যেতে পারে, সেজন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের জোরালো পদক্ষেপ চাচ্ছি।”