কোথাও দুর্নীতি পেলে সাথে সাথে তুলে ধরার অনুরোধ জানিয়ে দুর্নীতির প্রমাণ পেলেই ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রতি দেন উপদেষ্টা।
Published : 26 Jan 2025, 07:00 PM
প্রাথমিকের শতভাগ শিক্ষার্থী এ মাসের মধ্যেই পাঠ্যবই পাবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা বিধান রঞ্জন রায় পোদ্দার।
রোববার চট্টগ্রাম সার্কিট হাউসের সভাকক্ষে প্রাথমিক শিক্ষার উন্নয়নে করণীয় বিষয়ে এক মতবিনিময় সভায় সাংবাদিকদের প্রশ্নে তিনি বলেন, “শিক্ষার্থীদের হাতে বই তুলে দিতে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছি। জানুয়ারির মধ্যেই প্রাথমিকের শতভাগ শিক্ষার্থী বই পাবে।”
প্রধান অতিথির বক্তব্যে তিনি কোথাও দুর্নীতি পেলে সাথে সাথে তুলে ধরার অনুরোধ জানিয়ে দুর্নীতির প্রমাণ পেলেই ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রতি দেন।
প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা বলেন, “স্বাধীনতার পর অনেক অনেক শিক্ষানীতি করা হয়েছে। সেজন্য বিভিন্ন প্রকার প্রস্তাবও পেশ করা হয়েছে। কিন্তু তা কখনো কার্যকর হয়নি। এটা মূলত আমাদের জাতীয় সমস্যা। এর জন্য আমাদের দেশের অগ্রসর নাগরিকদের এগিয়ে আসতে হবে বলে আমি মনে করি।
“বিশ্বের সমৃদ্ধ দেশগুলো তাদের প্রাথমিক শিক্ষা ব্যবস্থাকে এমনভাবে প্রণয়ন করে যেন দেশের প্রতিটি নাগরিক এ শিক্ষাব্যবস্থার মধ্য দিয়ে যায়। এজন্যই তাদের মধ্যে একই ধরণের মূল্যবোধ সঞ্চার হয়। অথচ আমাদের দেশের শিক্ষা ব্যবস্থা দিন দিন বিভক্তির দিকে ধাবিত হচ্ছে।”
চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মো. মাসুদ রানা, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. আব্দুল হাকিম।
সভা শেষে উপদেষ্টা চট্টগ্রামের প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট (পিটিআই) পরিদর্শন করেন এবং কর্মকর্তা ও শিক্ষকদের সঙ্গে বৈঠক করেন।