সুপ্রিম কোর্টের বিচারক পদে নিয়োগের জন্য উপযুক্ত ব্যক্তি বাছাইয়ের সুপারিশ পাঠানো জন্য রাষ্ট্রপতি অনুরোধ করলে কাউন্সিল সেই সুপারিশ করবে।
Published : 28 Nov 2024, 08:14 PM
সুপ্রিম কোর্টে বিচারক নিয়োগে প্রধান বিচারপতির নেতৃত্বে একটি ‘জুডিশিয়াল অ্যাপয়েন্টমেন্ট কাউন্সিল’ গঠনের প্রস্তাব পাঠিয়েছে সুপ্রিম কোর্ট।
আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ে বৃহস্পতিবার এ প্রস্তাব পাঠানো হয় বলে সুপ্রিম কোর্টের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ গত ২১ সেপ্টেম্বর সুপ্রিম কোর্টের বিচারপতি ও সারা দেশের জেলা আদালতের বিচারকদের উদ্দেশে অভিভাষণে বিচার বিভাগ সংস্কারের রোডম্যাপ তুলে ধরেন, যেখানে অন্যান্য বিষয়ের সঙ্গে উচ্চ আদালতের বিচারক নিয়োগে আইন প্রণয়নে বিশেষ গুরুত্ব দেওয়া হয়।
এর ধারাবাহিকতায় বিশ্বের বিভিন্ন দেশের উচ্চ আদালতের বিচারক নিয়োগ সংক্রান্ত আইন, বিধি-বিধান, উচ্চ আদালতের সিদ্ধান্ত, প্রথাসহ আনুষঙ্গিক বিষয় নিয়ে গবেষণা করে এই প্রস্তাব আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ে পাঠানোর কথা বলা হয়েছে বিজ্ঞপ্তিতে।
সেখানে বলা হয়, সুপ্রিম কোর্টের বিচারক পদে নিয়োগের জন্য উপযুক্ত ব্যক্তি বাছাইয়ের সুপারিশ পাঠানো জন্য রাষ্ট্রপতি অনুরোধ করলে কাউন্সিল সেই সুপারিশ করবে।
ইংল্যান্ড, আয়ারল্যান্ড, কেনিয়া, মালয়েশিয়া, দক্ষিণ আফ্রিকাসহ বিভিন্ন দেশে উচ্চ আদালতে বিচারক নিয়োগে স্বাধীন ও নিরপেক্ষ কমিশন বা এমন প্রতিষ্ঠান রয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
সেখানে বলা হয়, সুপ্রিম কোর্টের প্রস্তাবিত এই কাউন্সিল সংবিধানের ৯৫ ও ৯৮ অনুচ্ছেদের অধীনে বিচারক নিয়োগের জন্য প্রার্থীদের কাছ থেকে দরখাস্ত চেয়ে গণবিজ্ঞপ্তি জারি করবে।
প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে প্রার্থীদের বিষয়ে মতামত বা পরামর্শ গ্রহণের জন্য কাউন্সিল সংশ্লিষ্ট যে কোনো ব্যক্তিকে কাউন্সিলের সভায় আহ্বান করতে পারবে বা যে কোনো সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানকে কাউন্সিল চাহিদা অনুযায়ী তথ্য উপস্থাপনের নির্দেশ দিতে পারবে।
কাউন্সিলটি গঠিত হলে বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হবে বলে বিজ্ঞপ্তিতে আশা প্রকাশ করা হয়।
প্রধান বিচারপতির সঙ্গে জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশনের সাক্ষাৎ
বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি, মহাসচিব ও দুইজন সহ-সভাপতির একটি প্রতিনিধি দল বৃহস্পতিবার দুপুরে প্রধান বিচারপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে।
সাক্ষাৎকালে তারা প্রধান বিচারপতি ঘোষিত রোডম্যাপের সঙ্গে একাত্মতা প্রকাশ করেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
প্রতিনিধি দলের সদস্যরা বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশনের বিভিন্ন দাবি-দাওয়া প্রধান বিচারপতির কাছে উপস্থাপন করেন।
বিশেষ করে, বিচারকদের গাড়ি নগদায়ন সুবিধা, আবাসন সুবিধা, চৌকি আদালতসহ দেশের সকল আদালতের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করেন তারা।
প্রধান বিচারপতি অ্যাসোসিয়েশনের দাবিসমূহ বাস্তবায়নে পদক্ষেপ নেবেন বলে আশ্বস্ত করেন।