ঘটনার সময় চালকের আসনে ছিলেন গাড়িটির মালিক প্রকৌশলী মফিদুল ইসলাম, যিনি তখন থেকে পলাতাক।
Published : 04 Jul 2024, 08:12 PM
ঢাকার একটি আবাসিক ভবনের গ্যারেজ থেকে গাড়ি বের করার সময় মালিক নিয়ন্ত্রণ হারানোয় গেইটের সামনে দাঁড়িয়ে থাকা এক দ্বাররক্ষীর প্রাণ গেছে।
বৃহস্পতিবার সকাল ৮টার দিকের ঢাকার ফার্মগেটসংলগ্ন পূর্ব রাজাবাজারে শেলটেক শ্যামলিমা ভবনে এ ঘটনা ঘটে। পরে স্থানীয়রা ওই ভবনের সামনে জড়ো হয়ে বিক্ষোভ দেখান।
শেরেবাংলা নগর থানার এসআই আনোয়ার হোসেন খান বলেন, “গাড়িটি গেইট ভেঙেচুরে বাইরে ছুটে গিয়ে সামনের ভবনের দেয়ালে ধাক্কা খেয়ে দুমড়ে-মুচড়ে যায়। এ সময় চালকের আসনে ছিলেন গাড়ির মালিক প্রকৌশলী মফিদুল ইসলাম, যিনি ঘটনার পর থেকে পলাতক রয়েছেন।”
নিহত দ্বাররক্ষীর নাম ফজলুল হক (২৭)। এ ঘটনায় একটি মামলা করা হবে বলে শেরেবাংলা নগর থানার ওসি আব্দুল আহাদ জানিয়েছেন।
পুলিশ বলছে, প্রকৌশলী মফিদুল ইসলাম ওই ভবনে একটি ফ্ল্যাটের মালিক। তিনি নিজেই গাড়ি চালিয়ে গ্যারেজ থেকে বের হচ্ছিলেন। ফজলুল হক সে সময় গ্যারেজের সামনে দাঁড়িয়ে ছিলেন। হঠাৎ করে গাড়িটি গ্যারেজের দরজায় ছুটে এসে ধাক্কা দেয়। ঘটনাস্থলেই ফজলুল হক মারা যান।
ওই ভবনের একটি সিসি ক্যামেরার ভিডিওতে দেখা যায়, ভবন থেকে একজন বের হওয়ার পর ফজলুল হক গেইটের সঙ্গে থাকা পকেট গেইটটি বন্ধ করে সেখানে দাঁড়িয়ে ছিলেন। হঠাৎই সাদা রঙের টয়োটা প্রিমিও গাড়িটি ছুটে তার ওপর দিয়ে গিয়ে গেইট ভেঙে সামনের ভবনের দেয়ালে ধাক্কা খায়।
দুর্ঘটনায় পড়া গাড়ির চালক পরিচয় দেওয়া হাবিবুর পুলিশকে বলছেন, তার মালিক মফিদুল ইসলাম সড়ক ও জনপথের সাবেক প্রকৌশলী।
“গাড়ির ব্রেক প্যাড ক্ষয় হইছিল। স্যারে আইসা বলল, গাড়ির ব্রেকপ্যাড কতদূর, কী ক্ষয় হইছে আগে দেখি। স্যারে আইসা গাড়িতে বসল। হালকা একটু এক্সিলারেটর মাইরা সামনে একটু আগাইল। এরপর মনে হয় ব্রেক মারতে গিয়া এক্সিলারেটরে পা পইড়া গেছে। এরপর গাড়ি দৌড় দিয়া গেট ভাইঙা চুইরা গেছে গা।
“পরে আমি গিয়া স্যাররে গাড়ি থিকা নামাইলাম। স্টার্ট বন্ধ করলাম। পরে তলে দেখি ওই লোক। তারে কোলে কইরা রিকশায় হাসপাতালে নিয়া গেছি। কিছুক্ষণ পর ডাক্তার আইসা কইল, সে মারা গেছে।”
শেরেবাংলা নগর থানার ওসি আব্দুল আহাদ বলছেন, “প্রকৌশলী মফিদুল বীর মুক্তিযোদ্ধা বলে আমরা শুনেছি। এখনও তার পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।”