স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব শাহজাহান মিয়ার আগে ঢাকা দক্ষিণ সিটিতে দুজন প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করেন।
Published : 13 Feb 2025, 08:00 PM
ক্ষমতার পালাবদলের পর থেকে ছয় মাসে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) দায়িত্বে তৃতীয় দফায় পরিবর্তন এল।
বৃহস্পতিবার নতুন করে এ সিটির দায়িত্ব পেয়েছেন স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব মো. শাহজাহান মিয়া।
বিধি অনুযায়ী তিনি মাসিক সম্মানী ভাতা ও অন্যান্য ভাতা পাবেন বলে স্থানীয় সরকার বিভাগের এ সংক্রান্ত আদেশে বলা হয়েছে।
২০২৪ সালের জুলাই-অগাস্টে তুমুল গণআন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতন হলে শপথ নেয় মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার, যেটি ইতোমধ্যে ছয় মাস অতিবাহিত করেছে।
অন্তর্বর্তী সরকারের শুরুতেই বিভিন্ন দপ্তরে ব্যাপক রদবদল হয়। সেই ধারাবাহিকতায় গত ১৯ অগাস্ট ঢাকাসহ দেশের ১২টি সিটি করপোরেশনের মেয়রকেই সরিয়ে প্রশাসক নিয়োগ দেওয়া হয়।
তখন ডিএসসিসিতে প্রশাসকের দায়িত্ব পান স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব মহ. শের আলী। তার পরবর্তীতে ডিএসসিসির প্রশাসক হন মো. নজরুল ইসলাম। বৃহস্পতিবার ওই দায়িত্বে ফের পরিবর্তন এনেছে সরকার, প্রশাসক হিসেবে দায়িত্ব পেয়েছেন শাহজাহান মিয়া।
ডিএসসিসি ছাড়াও ডিএনসিসি অর্থাৎ ঢাকা উত্তর সিটি করপোরেশনেও এক দিন আগে নতুন প্রশাসক নিয়োগ করেছে সরকার। বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান রিভার অ্যান্ড ডেল্টা রিসার্চ সেন্টারের (আরডিআরসি) চেয়ারম্যান মোহাম্মদ এজাজ ওই দায়িত্ব পেয়েছেন।
সরকার পরিবর্তনের পর গত বছরের ১৬ অক্টোবর উত্তর সিটির মেয়র আতিকুল ইসলাম মহাখালী ডিওএইচএস এলাকা থেকে গ্রেপ্তার হন। গণআন্দোলনে হত্যার কয়েকটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
অপরদিকে আওয়ামী লীগ সরকার পতনের পর থেকেই ডিএসসিসির সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপসের হদিস মিলছে না। ধারণা করা হচ্ছে তিনি দেশের বাইরে।
ছাত্র-জনতার আন্দোলনে সহিংসতা ও প্রাণহানির ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী, মন্ত্রী-এমপি, পুলিশের সাবেক আইপিজি, আওয়ামী লীগের শীর্ষ সারির নেতাদের বিরুদ্ধে যেসব মামলা হয়েছে, তার অনেকগুলোতে তাপসও আসামি।
সেইসঙ্গে ‘অবৈধভাবে’ সম্পদ অর্জনের অভিযোগে স্ত্রী আফরিন তাপসসহ তার বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন-দুদক।
আরও পড়ুন-
ঢাকা উত্তর সিটির নতুন প্রশাসক মোহাম্মদ এজাজ
সাবেক মেয়র তাপসের বিরুদ্ধে 'অবৈধ' সম্পদের মামলা
মহাখালী ডিওএইচএস থেকে গ্রেপ্তার ঢাকা উত্তরের সাবেক মেয়র আতিক