ক্ষমতার পালাবদলের পর ঢাকাসহ দেশের ১২টি সিটি করপোরেশনের মেয়রকে সরিয়ে প্রশাসক নিয়োগ দেয় অন্তর্বর্তী সরকার।
Published : 12 Feb 2025, 11:42 PM
ঢাকা উত্তর সিটি করপোরেশনের নতুন প্রশাসকের দায়িত্ব পেয়েছেন বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান রিভার অ্যান্ড ডেল্টা রিসার্চ সেন্টারের (আরডিআরসি) চেয়ারম্যান মোহাম্মদ এজাজ।
তাকে আগামী এক বছরের জন্য ঢাকা উত্তর সিটির পূর্ণকালীন প্রশাসক হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে স্থানীয় সরকার বিভাগ।
বুধবার স্থানীয় সরকার বিভাগের প্রজ্ঞাপনে বলা হয়, আইন অনুযায়ী তিনি সিটি করপোরেশনের মেয়রের ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন। বিধি অনুযায়ী মাসিক সম্মানী ভাতা এবং অন্যান্য ভাতা পাবেন তিনি।
নদী গবেষণা, পানি ব্যবস্থাপনা ও নগর উন্নয়ন নিয়ে কাজ করা প্রতিষ্ঠান আরডিআরসির চেয়ারম্যান এজাজ বর্তমান প্রশাসক সরকারি কর্মকর্তা মোঃ মাহমুদুল হাসানের স্থলাভিষিক্ত হবেন।
ছাত্র-জনতার তীব্র গণ আন্দোলনের মুখে ২০২৪ সালের ৫ অগাস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে পালিয়ে যান। এ সময়ের পর থেকে আওয়ামী লীগের অন্য নেতার্দের মত প্রকাশ্যে দেখা যায়নি সিটি করপোরেশনের নির্বারিত মেয়র আতিকুল ইসলামকে। পরে ঢাকার মহাখালী ডিওএইচএস এলাকা থেকে তাকে গ্রেপ্তারের তথ্য দেয় মোহাম্মদপুর থানা পুলিশ।
অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর ব্যাপক রদবদলের মধ্যে ২০২৪ সালের ১৯ অগাস্ট ঢাকাসহ দেশের ১২টি সিটি করপোরেশনের মেয়রকে সরিয়ে প্রশাসক নিয়োগ দেয়।
সেসময় থেকে স্থানীয় সরকার বিভাগের মহাপরিচালক মো. মাহমুদুল হাসান ঢাকা উত্তর সিটির প্রশাসকের দায়িত্বে ছিলেন।