মতিউর রহমানের বিদেশে চলে যাওয়া নিয়ে গুঞ্জনের মধ্যে দুদকের আবেদনে তার, তার স্ত্রী ও সন্তানের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দেয় আদালত।
Published : 30 Jun 2024, 08:14 PM
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক কর্মকর্তা মো. মতিউর রহমানের স্ত্রী উপজেলা চেয়ারম্যান লায়লা কানিজ বিদেশযাত্রায় নিষেধাজ্ঞার প্রত্যাহার চেয়ে আদালতে আবেদন করেছেন।
রোববার ঢাকার মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতে তার আবেদনের পর বিচারক মোহাম্মদ আসসামছ জগলুল হোসেন এ বিষয়ে আগামী ২৭ জুলাই শুনানির তারিখ রেখেছেন।
নরসিংদীর রায়পুরা উপজেলা পরিষদের চেয়ারম্যান লায়লা কানিজ তার আইনজীবী আসাদুজ্জামানের মাধ্যমে এ আবেদন করেন।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) জ্যেষ্ঠ আইনজীবী মীর আহমেদ আলী সালাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, লায়লা কানিজ ও তার স্বামী মতিউরের বিরুদ্ধে দুদকের বিপুল সম্পদ অর্জনের অভিযোগের অনুসন্ধান চলমান। এ অবস্থায় নিষেধাজ্ঞা প্রত্যাহারের কোনো আইনি সুযোগ নেই বলে আদালতে তুলে ধরা হয়।
তিনি বলেন, আদালত পরে এ বিষয়ে ২৭ জুলাই শুনানির দিন রেখেছেন।
ছাগলকাণ্ডে আলোচনায় আসার পর মতিউরকে এনবিআর থেকে সরিয়ে অভ্যন্তরীণ সম্পদ বিভাগে সংযুক্ত করা হয়। তার বিরুদ্ধে দুদক ‘অবৈধ সম্পদের’ বিষয়ে অনুসন্ধানও শুরু করে।
অনুসন্ধান দলের আবেদনের পর গত ২৪ জুন আলোচিত রাজস্ব কর্মকর্তা মতিউর রহমান, তার স্ত্রী লায়লা কানিজ এবং ছেলে আহম্মেদ তৌফিকুর রহমান অর্ণবের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দেয় আদালত।
বিদেশে নিষেধাজ্ঞা চাওয়ার আবেদনে দুদক বলেছিল, “বিশ্বস্ত সূত্রে জানা যায় যে, মো. মতিউর রহমান ও তার পরিবারের অন্য সদস্যরা দেশত্যাগ করার চেষ্টা করছেন। তাই সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তার এবং তার পরিবারের সদস্যদের বিদেশ গমনে নিষেধাজ্ঞা আরোপ করা আবশ্যক।”