চাঁদ দেখা কমিটির বৈঠক শেষে ধর্ম উপদেষ্টা বলেন, প্রধান উপদেষ্টা ঈদের নামাজ পড়বেন জাতীয় ঈদগাহে, রাষ্ট্রপতি পড়বেন বঙ্গভবনের মসজিদে।
Published : 30 Mar 2025, 09:18 PM
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন রোজার ঈদের নামাজ এবার বঙ্গভবনের মসজিদে আদায় করবেন বলে জানিয়েছেন ধর্ম বিষয়ক উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন।
রোববার ইসলামিক ফাউন্ডেশনে জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ তথ্য দেন তিনি।
সাধারণত রাষ্ট্রপতি জাতীয় ঈদগাহে প্রধান জামাতে ঈদের নামাজ আদায় করে থাকেন। এতে সরকারের নীতি নির্ধারকসহ সুপ্রিম কোর্টের বিচারপতি, রাজনীতিবিদদের পাশাপাশি সব শ্রেণি-পেশার মানুষও অংশ নিয়ে থাকেন।
শাওয়াল মাসের চাঁদ দেখা যাওয়ায় সোমবার বাংলাদেশে ঈদ উদ্যাপিত হবে।
অপরদিকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস জাতীয় ঈদগাহে ঈদুল ফিতরের জামাতে অংশ নেবেন বলে তার দপ্তর থেকে জানানো হয়েছে।
পরে বিকাল ৪টায় তেজগাঁওয়ে মুহাম্মদ ইউনূস তার কার্যালয়ে বিভিন্ন শ্রেণিপেশার মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন।
এরই মধ্যে রাজধানীতে জাতীয় ঈদগাহে জামাতের সব ধরনের প্রস্তুতি শেষ হওয়ার কথা বলেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন।
শনিবার সকালে জাতীয় ঈদগাহ পরিদর্শনের পর ঢাকা দক্ষিণ সিটির প্রশাসক মো. শাহজাহান মিয়া সাংবাদিকদের বলেছিলেন, ”আমরা আশা করছি, মহামান্য রাষ্ট্রপতি, মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয় দুইজন জাতীয় ঈদগাহ ময়দানে ঈদের নামাজে অংশ গ্রহণ করবেন।”
জাতীয় ঈদগাহে প্রধান জামাতে একসঙ্গে ৩৫ হাজার মানুষের অংশ নেওয়ার প্রস্তুতি রয়েছে। এখানে সকাল সাড়ে ৮টায় হবে প্রধান জামাত।
রোববার ধর্ম উপদেষ্টার কাছে রাষ্ট্রপ্রতি ও প্রধান উপদেষ্টা কোথায় ঈদের জামাত পড়বেন জানতে চান একজন সাংবাদিক।
জবাবে ধর্ম উপদেষ্টা খালিদ হোসেন বলেন, “মাননীয় প্রধান উপদেষ্টা ঈদের নামাজ পড়বেন জাতীয় ঈদগাহে। মহামান্য রাষ্ট্রপতি পড়বেন বঙ্গভবনে।”
জাতীয় ঈদগাহে নামাজ পড়বেন প্রধান উপদেষ্টা, বিকালে শুভেচ্ছা বিনিময়