তাকে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে বদলি করা হয়েছে।
Published : 18 Jan 2025, 08:02 PM
অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার কার্যালয়ের পরিচালক (প্রশাসন) এ. কে. এম মনিরুজ্জামানকে বদলি করা হয়েছে।
উপসচিব পদমর্যাদার এই কর্মকর্তার নতুন কর্মস্থল বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়।
জনপ্রশাসন মন্ত্রণালয় তাকে বৃহস্পতিবার বদলি করে আগামী ২২ জানুয়ারির মধ্যে নতুন কর্মস্থলে যোগ দিতে আদেশ দিয়েছে। তা না হলে ওইদিন বিকালের পর বর্তমান কর্মস্থল থেকে তিনি তাৎক্ষণিক অবমুক্ত বলে গণ্য হবেন বলে প্রজ্ঞাপনে বলা হয়েছে।
ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কার্যালয়ে দীর্ঘদিন থেকে কর্মরত ছিলেন মনিরুজ্জামান। সরকার পতনের পরও এতদিন তিনি সরকারপ্রধানের দপ্তরে কর্মরত ছিলেন।