এর আগের দুই মাসে ৫৬টি বিদ্যালয় থেকে শেখ পরিবারের সদস্য ও আওয়ামী লীগ নেতাদের নাম সরায় মন্ত্রণালয়।
Published : 15 Apr 2025, 07:20 PM
নারায়ণগঞ্জের পাঁচটি সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগ নেতা নজরুল ইসলাম বাবুর নাম বাদ দেওয়া হয়েছে।
এসব স্কুলের নাম পরিবর্তন করে প্রজ্ঞাপন জারি করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।
প্রজ্ঞাপনে দুটি বিদ্যালয় থেকে বঙ্গবন্ধু ও শেখ মনির নাম বাদ দেওয়ার কথাও বলা হয়েছে।
মন্ত্রণালয়ের যুগ্মসচিব (বিদ্যালয়-২ শাখা) রেবেকা সুলতানা মঙ্গলবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সাত প্রাথমিক বিদ্যালয়ের নাম পরিবর্তন করে প্রজ্ঞাপন জারি হয়েছে।”
গত ৮ এপ্রিল জারি হওয়া ওই প্রজ্ঞাপন অনুযায়ী, গোপালগঞ্জ সদর উপজেলার ১৭৫ নম্বর হাতিকাটা শেখ মনি জ্ঞানেন্দ্র সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নাম হবে ১৭৫ নম্বর জ্ঞানেন্দ্রনাথ সরকারি প্রাথমিক বিদ্যালয়।
কিশোরগঞ্জের বঙ্গবন্ধু সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন নাম ‘বত্রিশ নতুন সরকারি প্রাথমিক বিদ্যালয়’।
এ স্কুলের নাম গত ২৬ ফেব্রুয়ারি জারি করা এক প্রজ্ঞাপনে ‘বত্রিশ সরকারি প্রাথমিক বিদ্যালয়’ করা হয়েছিল।
বাকি পাঁচটি বিদ্যালয়ের অবস্থান নারায়ণগঞ্জের আড়াইহাজারে। এগুলোর মধ্যে নোয়াদ্দা নজরুল ইসলাম বাবু সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নাম রাখা হয়েছে নোয়াদ্দা সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং চরলক্ষ্মীপুর নজরুল ইসলাম বাবু সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নাম রাখা হয়েছে চরলক্ষ্মীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়।
এছাড়া পিরদা চৌধুরী পাড়া আলহাজ্ব নজরুল ইসলাম বাবু সরকারি প্রাথমিক বিদ্যালয় এখন থেকে পিরদা চৌধুরী পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং পাল্লা আলহাজ্ব নজরুল ইসলাম বাবু সরকারি প্রাথমিক বিদ্যালয় এখন থেকে পাল্লা সরকারি প্রাথমিক বিদ্যালয় নামে পরিচালিত হবে।
আর দক্ষিণ বালিয়াপাড়া নজরুল ইসলাম বাবু সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নাম রাখা হয়েছে দক্ষিণ বালিয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়।
গত ফেব্রুয়ারি ও মার্চ মাসে দেশের ৫৬টি সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে শেখ পরিবারের সদস্য ও ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ নেতাদের নাম বাদ দেয় মন্ত্রণালয়।