ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট সেখানে পাঠানো হয়েছে বলে নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়।
Published : 26 Feb 2023, 04:01 PM
ঢাকার কড়াইল বস্তির আগুন আধ ঘণ্টার মধ্যে নিয়ন্ত্রণে এসেছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
রোববার বিকাল সাড়ে ৪টার দিকে ঘনবসতিপূর্ণ এ বস্তির বেলতলা অংশে আগুন লাগে। ওই সময় আগুনের ধোঁয়া অনেক দূর থেকেও দেখা যায়।
আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের একে একে নয়টি ইউনিট সেখানে পাঠানো হয়।
পরে বিকাল সাড়ে পাঁচটার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে বলে নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়।
ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বেলতলা বস্তির আগুন নিয়ন্ত্রণে এসেছে। সেখানে আগুন আর ছড়ানোর আশঙ্কা নেই বলে বার্তা পাঠানো হয়েছে।
এখন পর্যন্ত এ অগ্নিকাণ্ডে হতাহতের কোনো তথ্য নেই জানিয়ে তিনি বলেন, কয়টি ঘর পুড়েছে কিংবা কীভাবে আগুন লেগেছে তা আরও পরে জানানো যাবে।