ঈদের নামাজে যান চলাচল ঠিক রাখতে সবার সহযোগিতা চেয়েছে ঢাকা মহানগর পুলিশ।
Published : 21 Apr 2023, 07:04 PM
জাতীয় ঈদগাহ ময়দানে ঈদুল ফিতরের নামাজ আদায় করতে আসা মুসল্লিদের পাশাপাশি ওই সময় আশপাশের সড়ক ব্যবহারে বিশেষ নির্দেশনা দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
শুক্রবার সংবাদ বিজ্ঞপ্তিতে ডিএমপি ঈদগাহ ময়দানে আসা যাওয়া ও গাড়ি রাখার জন্য কী করতে হবে তা জানিয়েছে। একই সঙ্গে ঈদ জামায়াত চলাকালীন আগে ও পরে কিছু সড়কে গাড়ি ঘুরিয়ে দেওয়ার কথাও বলেছে।
ঈদের দিন সকাল সাড়ে আটটায় প্রধান জামাত অনুষ্ঠিত হবে হাই কোর্ট সংলগ্ন ময়দানে জাতীয় ঈদগাহ মাঠে। এতে রাষ্ট্রপতি আবদুল হামিদ, সুপ্রিম কোর্টের, বিচারপতি, মন্ত্রিসভার সদস্য, সংসদ সদস্য, রাজনীতিবিদসহ সব শ্রেণি পেশার মানুষ অংশ নেবেন।
সেখানে একসঙ্গে প্রায় ৩৫ হাজার মানুষের নামাজ পড়ার ব্যবস্থা করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন।
এজন্য যান চলাচল ঠিক রাখতে সবার সহযোগিতা চেয়েছে মহানগর পুলিশ।
ডাইভারশন
জিরো পয়েন্ট ক্রসিং, মৎস্য ভবন ক্রসিং, সরকারি কর্মচারী হাসপাতাল মোড়, দোয়েল চত্বর ক্রসিং, প্রেস ক্লাব লিংক রোড, পররাষ্ট্র মন্ত্রণালয়ের পেছনের গলি, ইউবিএল ক্রসিং ও কন্ট্রোল রুম গ্যাপ।
ভিভিআইপি/ভিআইপি পার্কিং
>> রাষ্ট্রপতি, প্রধান বিচারপতিসহ ভিভিআইপি গাড়ি সুপ্রিম কোর্টের অভ্যন্তরে গোলচত্বরে।
>> মন্ত্রীপরিষদ সদস্য ও ভিআইপি গাড়ি ঈদগাহ ময়দানের প্রধান ফটকের উত্তর-পশ্চিম দিকে।
>> বিচারপতিগণের গাড়ি সুপ্রিম কোর্ট মাজার সংলগ্ন উত্তর পাশে।
>> উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা, বিশিষ্ট ব্যক্তি ও সাংবাদিকদের গাড়ি থাকবে গণপূর্তভবনের আঙিনায়।
সাধারণ পার্কিং
>> মৎস্য ভবন থেকে শাহবাগ
>> আইইবি’র ভেতরের পার্কিং
>> কার্পেট গলি
>> দোয়েল চত্বর ব্যারিকেডের বাইরে
>> ফজলুল হক হল ব্যারিকেডের বাইরে
>> প্রেসক্লাব লিংক রোড ব্যারিকেডের বাইরে