আদাবর, নিউমার্কেট, কোতোয়ালি, গুলশান ও হাতিরঝিল থানার মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হয়েছে।
Published : 15 Jan 2025, 10:37 PM
গণআন্দোলনের মধ্যে হত্যা ও হত্যাচেষ্টার অভিযোগের আরও পাঁচ মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, শিক্ষা ও সমাজকল্যাণমন্ত্রী দীপু মনি ও আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকসহ নয়জনকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
বুধবার এক আবেদনের শুনানি ঢাকা মহানগর হাকিম এম এ আজহারুল ইসলাম তাদের গ্রেপ্তার দেখানোর আদেশ দেন।
এর মধ্যে রাজধানীর আদাবর থানার হত্যা মামলায় দীপু মনি, জুনাইদ আহমেদ পলক, সাবেক এমপি হাজী সেলিম, সাবেক পর্যটন মন্ত্রী ফারুক খানকে গ্রেপ্তার দেখানো হয়।
নিউমার্কেট থানার হত্যাচেষ্টা মামলায় জুনাইদ আহমেদ পলক ও ডিএমপির সাবেক এডিসি জুয়েল রানাকে গ্রেপ্তার দেখানো হয়।
কোতোয়ালি থানার হত্যাচেষ্টা মামলায় সাবেক আনিসুল হক ও সাবেক এমপি সোলাইমান সেলিমকে গ্রেপ্তার দেখানো হয়।
গুলশান থানার হত্যা মামলায় সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিককে গ্রেপ্তার দেখানো হয়। আর হাতিরঝিল থানার হত্যা মামলায় গাজীপুরের শ্রীপুর পৌর যুবলীগের সভাপতি আব্দুর রউফকে গ্রেপ্তার দেখানো হয়।
ঢাকা মহানগর দায়রা জজ আদালতের কৌঁসুলি (পিপি) অ্যাডভোকেট ওমর ফারুক ফারুকী বলেন, বুধবার সকালে আসামিদের কারাগার থেকে আদালতে হাজির করে মামলাগুলোতে গ্রেপ্তার দেখানোর আবেদন করে সংশ্লিষ্ট থানার তদন্ত কর্মকর্তারা। আসামিপক্ষের আইনজীবীরা এর বিরোধিতা করেন। শুনানি নিয়ে বিচারক আদেশ দেন।
ছাত্র-জনতার প্রবল গণআন্দোলনে গত ৫ অগাস্ট আওয়ামী সরকার পতনের পর তাদের গ্রেপ্তার করে পুলিশ। গণআন্দোলনে হত্যা-নির্যাতনের বিভিন্ন মামলায় তাদে গ্রেপ্তার দেখানো হয়। কয়েক দফা রিমান্ডে নিয়ে তাদের জিজ্ঞাসাবাদও করেছে পুলিশ।