"দাপ্তরিক কার্যক্রম একদিনের জন্যেও বন্ধ রাখা হবে না,” বলেন উপদেষ্টা।
Published : 28 Dec 2024, 03:52 PM
সচিবালয়ের কার্যালয় আগুনে পুড়ে যাওয়ায় আপাতত ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে দাপ্তরিক কাজ করবে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়।
রোববার থেকে নগর ভবনের খালি পড়ে থাকা কক্ষগুলোয় স্থানীয় সরকার বিভাগের কার্যক্রম চালানো হবে।
শনিবার হেয়ার রোডে স্থানীয় সরকার উপদেষ্টার বাসভবনে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়ের সময় এ কথা বলেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
তিনি বলেন, "দাপ্তরিক কার্যক্রম একদিনের জন্যেও বন্ধ রাখা হবে না; আগামী রোববার থেকেই ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নগর ভবনের শূন্য কক্ষগুলোতে দাপ্তরিক কার্যক্রম পরিচালনা করবে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়।"
মন্ত্রণালয়ের কার্যক্রম আগের চেয়ে আরো ভালোভাবে এগিয়ে নিতে কর্মকর্তাদের নির্দেশনা দেন উপদেষ্টা।
তিনি বলেন, "মন্ত্রণালয়ের চলমান জনবান্ধব উন্নয়ন কার্যক্রমকে ব্যাহত করা এবং বিগত সরকারের দুর্নীতির তথ্য লোপাট করার ষড়যন্ত্র বাস্তবায়ন করতে দেওয়া হবে না।"
বুধবার রাত ২টার দিকে সচিবালয়ের সাত নম্বর ভবনে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিট সেখানে যায়। প্রায় দশ ঘণ্টার চেষ্টায় আগুন পুরোপুরি নেভানো সম্ভব হয়।
আগুনে সাত নম্বর ভবনের ৬, ৭, ৮, ৯ এই চারটি তলা ক্ষতিগ্রস্ত হয়। এর মধ্যে অষ্টম ও নবম তলায় ক্ষতি হয়েছে বেশি, সেখানকার অধিকাংশ নথি পুড়ে গেছে।
এসব ফ্লোরে রয়েছে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয়, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়সহ কয়েকটি দপ্তর।
অগ্নিকাণ্ডের কারণে বৃহস্পতিবার দিনের বেশিরভাগ সময় সচিবালয়ের অধিকাংশ ভবনে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকে। কর্মকর্তা-কর্মচারীরা সচিবালয়ে গেলেও দপ্তরে ঢুকতে না পেরে বেরিয়ে আসেন। সব মিলিয়ে সচিবালয়ের নিয়মিত কর্মকাণ্ড কার্যত বন্ধ ছিল।
বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, “মন্ত্রণালয়গুলোর কার্যক্রম পরিচালনা করার জন্য, কার্যক্রম চলমান রাখার জন্য অন্যান্য সরকারি দপ্তর যেখানে জায়গা খালি আছে, সেই জায়গাগুলোতে রিলোকেট করার প্রক্রিয়া শুরু করেছি। এরই মধ্যে কোথায় কোথায় খালি আছে, কোথায় কোথায় মন্ত্রণালয় গুলোর কার্যক্রম আপাতত অস্থায়ীভাবে পরিচালনা করা যায়।”
সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনার কারণ ও উৎস খুঁজে বের করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়েল জ্যেষ্ঠ সচিবের নেতৃত্বে উচ্চ পর্যায়ের একটি কমিটি গঠন করেছে সরকার। কাজ শুরুর পর শুক্রবার পোড়া ভবনটি পরিদর্শন করেন কমিটির সদস্যরা।
কমিটির সদস্য সচিব ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, "অগ্নিকাণ্ড নাশকতা নাকি দুর্ঘটনা এ বিষয়ে মন্তব্য করার মত অবস্থা হয়নি। আমরা ঘটনাস্থল পরিদর্শন করতে এসেছি। বিষয়গুলো পর্যবেক্ষণ করছি, তদন্ত সাপেক্ষে বাকি কথা বলা যাবে।"