এ বিষয়ে বিস্তারিত জানাতে বলেছেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস।
Published : 20 Mar 2025, 07:22 PM
বর্তমানে বিভিন্ন সরকারি দপ্তরে প্রায় ১ লাখ ৭২ হাজার পদ শূন্য আছে।
প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস এসব পদে নিয়োগ কার্যক্রম চালাতে আরও কত শূন্যপদ আছে সে বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোখলেস উর রহমানকে বিস্তারিত জানাতে বলেছেন।
বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের সভায় সরকারি চাকরিতে পদ শূন্য থাকার বিষয়টি জানানো হয়েছে বলে তুলে ধরেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
বিকালে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি বলেন, “আজকে কেবিনেটে জানানো হয় প্রায় ১ লাখ ৭২ হাজার পজিশন খালি আছে।
“চিফ অ্যাডভাইজার পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন সেক্রেটারিকে বলেছেন আরও জানতে, আরও বিস্তারিত এটার ওপর জানাতে যে কতটা পোস্ট খালি আছে আর এটার ব্যাপারে কি কি মেজার নেওয়া যায়, কীভাবে রিক্রুটমেন্ট করা যায় সেটা জানার জন্য উনি তাকে বলেছেন।”