“আমরা ডাকনামটা যদি নিয়ে নিতে পারি, তাহলে অনেক মানুষকে শনাক্ত করা সহজ হবে”, বলেন হুমায়ুন কবীর।
Published : 10 Mar 2025, 11:30 PM
ভোটার নিবন্ধন ফরমে একাধিক স্ত্রীর নামের জায়গা রাখতে চায় নির্বাচন কমিশন।
জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক এ এস এম হুমায়ুন কবীর সোমবার সাংবাদিকদের বলেন, দ্বিতীয় স্ত্রী বা একাধিক স্ত্রীর নামের বিষয়টি ফরমে অন্তর্ভুক্ত করার পক্ষে মত এসেছে।
যুক্তি হিসেবে তিনি বলেন, “অনেক সময় দ্বিতীয় স্ত্রী এসে বলেন, তাদের নাম ডেটাবেজে যোগ করতে হবে। কিন্তু আমরা এটা তো স্বতঃপ্রণোদিত হয়ে করতে পারি না।
“আমরা যদি ২ নম্বর ফরমে একাধিক স্ত্রী, যদি কারও থাকে, এবং যদি সেই নামটা আগেই সংরক্ষণ করে নিই, বা সংরক্ষণের চেষ্টা করি, তাহলে দেখা যাবে, ভবিষ্যতে হয়ত সমস্যাটা আর থাকবে না।”
নিবন্ধন অনুবিভাগে রোববার বৈঠক হওয়ার তথ্য দিয়ে হুমায়ুন কবীর বলেন, “২ নম্বর ফরমে রাখা যায় কিনা, তা নিয়ে প্রাথমিক আলোচনা হয়েছে।
“নির্বাচন কমিশন বা সচিবালয়ের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ অনুমোদন দিলে একাধিক স্ত্রীর নাম অন্তর্ভুক্ত করতে পারি।”
ডাকনামের বিষয়ে মহাপরিচালক বলেন, “আমাদের প্রচুর সংশোধনের আবেদন আসছে। অনেক ক্ষেত্রে সেখানে ডাকনামটা সেভাবে পাচ্ছি না। সেজন্য আমরা তা সমাধানও করতে পারছি না।
“আমাদের প্রাথমিক চিন্তা হল, যেহেতু প্রচুর মানুষ ডাকনাম আলাদাভাবে ব্যবহার করেন; সেক্ষেত্রে আমরা ২ নম্বর ফরমে যদি ডাকনামটা নিয়ে নিতে পারি, তাহলে অনেক লোককে আইডেন্টিফাই করা সহজ হবে।”
এনআইডি সংশোধনের পৌনে ৪ লাখ আবেদন তিন মাসে নিষ্পত্তির আশ্বাস ডিজির