ছাদে খেলতে গিয়ে ঢাকায় প্রাণ গেল আরও দুই শিশুর

নয় বছরের আব্দুর রহিম ও চার বছরের লামিয়া মামাত-ফুফাত ভাই-বোন।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 Jan 2023, 03:42 PM
Updated : 27 Jan 2023, 03:42 PM

এক দিনের ব্যবধানে রাজধানীতে ছাদ থেকে পড়ে আরও দুই শিশুর প্রাণহানি হয়েছে।

শুক্রবার সন্ধ্যায় কামরাঙ্গীরচরে একটি ভবনের ছাদে খেলার সময় এ ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।

নিহত আব্দুর রহিম (৯) ও লামিয়া (৪) মামাত-ফুফাত ভাইবোন। রহিম ওই এলাকার রোমান মিয়ার এবং লামিয়া স্থানীয় আব্দুর রশীদ মিয়ার সন্তান।

কামরাঙ্গীরচর থানার পরিদর্শক (তদন্ত) মোস্তফা আনোয়ার বলেন, “সন্ধ্যা ৬টার দিকে কামরাঙ্গীরচরের আহসানবাগের সিলেটি বাজার এলাকায় বোরহান উদ্দিনের পাঁচতলা ভবনের ছাদ থেকে শিশু দুটি পড়ে যায়।”

স্থানীয়রা তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিলে চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করে বলে জানিয়েছেন হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক বাচ্চু মিয়া।

নিথর শিশুদের সঙ্গে হাসপাতালে আসা তরুল রাসেল বলেন, “রহিম ও লামিয়া খোলা ছাদে খেলছিল। ওই ছাদে কোনো নিরাপত্তা দেয়াল নেই। শিশু দুটি পড়ে যাওয়ার পর স্থানীয়রা মিলে গুরুতর অবস্থায় হাসপাতালে আনা  হয়।”

এর আগে গত বৃহস্পতিবার পুরান ঢাকার লালবাগে ছয় তলা ভবনের ছাদ থেকে পড়ে এক তুষার আহমেদ কায়েস (১২) নামের এক স্কুলশিক্ষার্থীর মৃত্যু হয়। তার নানা লিটন জানিয়েছিলেন, ছাদে খেলার সময় পাশের ভবনে পড়া বল আনতে গিয়ে দুই ভবনের মাঝের ফাঁকা অংশ দিয়ে নিচে পড়ে তুষার। 

Also Read: বল আনতে গিয়ে ছাদ থেকে পড়ে শিশুর মৃত্যু