“আদালতের আদেশ মেনে চলার বাধ্যবাধকতা রয়েছে; সেটি সবার পালন করা উচিত,” বলেন তিনি।
Published : 12 Jul 2024, 08:55 PM
কোটা আন্দোলন নিয়ে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ যে স্থিতাবস্থা জারি করেছে, সেই আদেশকে সবার সম্মান করা উচিত বলে মন্তব্য করেছেন ডিএমপি কমিশনার হাবিবুর রহমান।
তিনি বলেছেন, “বিষয়টি এখন আদালতের। আদালতের প্রতি সবার আস্থা রাখা এবং শ্রদ্ধা ও সম্মান থাকা উচিত। আদালতের আদেশ মেনে চলার বাধ্যবাধকতা রয়েছে। সেটি সবার পালন করা উচিত বলে মনে করি।”
ঢাকার সেগুনবাগিচায় শুক্রবার দুপুরে সাংবাদিকদের সংগঠন ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) এক অনুষ্ঠানে কথা বলছিলেন ডিএমপি কমিশনার; অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হন তিনি।
২০১৮ সালে সরকারি চাকরির প্রথম ও দ্বিতীয় শ্রেণিতে কোটা তুলে দিয়ে জারি করা পরিপত্র গত ৫ জুন হাই কোর্ট অবৈধ ঘোষণার পর সেই পরিপত্র ফিরিয়ে আনার দাবিতে, অর্থাৎ কোটা তুলে দেওয়ার দাবিতে শিক্ষার্থীরা মাঠে নামে। পরে তারা কোটা সংস্কারের দাবি সামনে নিয়ে আসে।
দাবি আদায়ে গত সপ্তাহের মঙ্গলবার বাদ দিয়ে প্রতি দিনই বাংলা ব্লকেড নামে অবরোধ কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। এতে যান চলাচলে ব্যাঘাত ঘটে মানুষের চলাচলে ভোগান্তি চরমে ওঠে।
এমন পরিস্থিতিতে বুধবার কোটা নিয়ে চার সপ্তাহের স্থিতাবস্থা দিয়েছে আপিল বিভাগ। তারপরও সড়ক অবরোধ করে আন্দোলন চালিয়ে আসছেন শিক্ষার্থী ও চাকরিপ্রত্যাশীরা।
স্থিতাবস্থা জারির পরদিন বৃহস্পতিবার প্রথমবারের মত তারা পুলিশের বাধার মুখে পড়েন। এদিন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ঢাকা-কুমিল্লা মহাসড়ক অবরোধ করতে গেলে পুলিশের সঙ্গে তাদের ধাওয়া পাল্টা ধাওয়া ও লাঠিপেটার ঘটনা ঘটে।
চট্টগ্রামেও সড়ক অবরোধ করতে যাওয়া শিক্ষার্থীদের ওপর লাঠিপেটার ঘটনা ঘটে। ঢাকার শাহবাগেও বিপুল সংখ্যক পুলিশ শিক্ষার্থীদের বাধা দেওয়ার চেষ্টা করে। তবে কোনো হাঙ্গামা ছাড়াই চার ঘণ্টার মত তারা সড়ক অবরোধ করে রাখেন।
কুমিল্লা ও চট্টগ্রামে পুলিশের লাঠিপেটার প্রতিবাদে শুক্রবার বিকাল পৌনে ৫টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে থেকে মিছিল বের করেন আন্দোলনকারীরা। তারা মিছিল নিয়ে শাহবাগে অবস্থান নেন।
এর আগে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল আন্দোলনকারীদের সতর্ক করে বলেন, আন্দোলন করতে গিয়ে আইনশৃঙ্খলা ব্যাহত হলে ব্যবস্থা নেওয়া হবে। পুলিশের পক্ষ থেকেও জনদুর্ভোগ হলে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছে।
শুক্রবার আইনমন্ত্রী আনিসুল হকও জানমালের ক্ষতি হলে ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করেন। সেইসঙ্গে এদিন কোটা নিয়ে আন্দোলনে অনড় শিক্ষার্থীদের আদালতের আদেশ মেনে চলার বাধ্যবাধকতার কথা মনে করিয়ে দিলেন ডিএমপি কমিশনার হাবিবুর রহমান।
ক্র্যাবের অনুষ্ঠানে সমাজকল্যাণমন্ত্রী দীপু মনি, সংগঠনটির সভাপতি কামরুজ্জামান খান, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম উপস্থিত ছিলেন।
আরও পড়ুন-
কোটা আন্দোলন: ছুটির দিনেও শাহবাগ অবরোধ করে বিক্ষোভ
সরকারি চাকরির কোটা নিয়ে 'স্থিতাবস্থা' জারি
সাধারণ মানুষের জানমালের ক্ষতি হলে ব্যবস্থা: আইনমন্ত্রী
কোটা নিয়ে আন্দোলন: জনদুর্ভোগ হলে 'ব্যবস্থা', হুঁশিয়ার করল পুলিশ