উড়ে আসা পলিথিন সরানোর পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
Published : 05 Mar 2025, 07:22 PM
ঢাকার উত্তরা ও পল্লবীর মাঝামাঝি মেট্রোরেলের লাইনে পলিথিন পড়ে থাকায় ১২ মিনিটের জন্য ট্রেন চলাচল বন্ধ ছিল।
বুধবার বিকাল ৫টার পরপর এ ঘটনা ঘটে। পরে উড়ে আসা পলিথিন সরানোর পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
ঢাকা মাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিটিএমসিএল) নিরাপত্তা শাখার একজন কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “উত্তরা দক্ষিণ ও পল্লবী স্টেশনের মাঝামাঝি জায়গায় একটু টেকনিক্যাল প্রবলেম হয়েছিল। এ কারণে কিছুক্ষণ ট্রেন চলাচল বন্ধ ছিল। এখন সব স্বাভাবিক।”
এমআরটি পুলিশের ডিআইজি সিদ্দিকী তানজিলুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “খুব বড় কিছু নয়। বাতাসে একটা বড় আকারের পলিথিন লাইনের ওপর এসে পড়ে। এতে উত্তরা থেকে মতিঝিলগামী লাইনে ট্রেন চলাচল ১২ মিনিটের জন্য বন্ধ রাখা হয়।”
কিছু সময়ের জন্য ট্রেন বন্ধ থাকার পরপরই এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকের ট্রাফিক অ্যালার্ট গ্রুপে যাত্রীরা নানা পোস্ট দেন।
ঢাকার সচিবালয় স্টেশনে থাকা যাত্রী সিফাত বেলা ৫টার দিকে বলেন, “সচিবালয় স্টেশনে ১০ মিনিট ধরে মেট্রো ট্রেন দাঁড়িয়ে। কারণ জানি না। আর প্রচুর লোক ট্রেনের ভেতরে। হেডওয়ে সময় আরও কমানো দরকার।”
ট্রেন চালু হওয়ার পর আরেক যাত্রী লিখেছেন, “পল্লবীতে কোনো এক যাত্রীর চাদর ট্রেনে আটকে যাওয়ার কারণে মেট্রোরেল প্ল্যাটফর্মে হোল্ড দেওয়া হয়েছে! ট্রেন ঠায় দাঁড়িয়ে রয়েছে এই ইফতারের সময়ের আগ মুহূর্তে, যখন সবাই ছুটছে যার যার বাসার দিকে! মাত্র ১০ মিনিটের বিরতিতে ট্রেন চালু হয়েছে। ধন্যবাদ মেট্রোরেল কর্তৃপক্ষকে তাদের তড়িৎ পদক্ষেপের জন্য।”