জেদ্দায় শুক্রবার রাতে দুই দফা চেষ্টা করেও উড়োজাহাজটির উড্ডয়ন ঘটাতে পারেননি পাইলট।
Published : 14 Jul 2024, 05:47 PM
সৌদি আরবের জেদ্দায় যান্ত্রিক ত্রুটির কবলে পড়া বিমান বাংলাদেশ এয়ারলাইনসের উড়োজাহাজটি ২৫৬ যাত্রী নিয়ে একদিন পর দেশে ফিরেছে।
বোয়িং-৭৭৭ মডেলের বিজি-৩৯৫৬ ফ্লাইটটি রোববার সকাল ১০টা ৩৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে বলে বিমানের জনসংযোগ শাখার মহাব্যবস্থাপক বোসরা ইসলাম জানান।
জেদ্দার কিং আব্দুল আজিজ বিমানবন্দরে স্থানীয় সময় শুক্রবার রাত ১টায় উড্ডয়নের সময় উড়োজাহাজটিতে যান্ত্রিক ত্রুটি ধরা পড়ে। এর আড়াই ঘণ্টা পর ফের উড্ডয়নের চেষ্টা করেন পাইলট। কিন্তু দ্বিতীয়বারও ত্রুটির কারণে ফ্লাইট বাতিল করা হয়। এর একদিন পর দেশে ফিরল উড়োজাহাজটি।
সম্প্রতি কয়েকটি ঘটনায় বিমানের উড়োজাহাজগুলোতে ত্রুটির খবর মিলছে। গেল বৃহস্পতিবার ঢাকা থেকে চট্টগ্রামের পথে উড্ডয়নের পর এসি নষ্টের কারণে ৩৭ মিনিট আকাশে উড়ে বিমানের একটি ফ্লাইট ফেরত আসে। পরে অন্য ফ্লাইটে যাত্রীদের চট্টগ্রামে পাঠানো হয়।
এছাড়া গত ২৬ জুন উইন্ডশিল্ডে ফাটলে বিমানের চট্টগ্রাম থেকে আবুধাবিগামী বিজি ১২৭ নম্বর ফ্লাইটও বাতিল হয়।
আরও পড়ুন-
ফের যান্ত্রিক ত্রুটি, জেদ্দায় বিমানের ফ্লাইট বাতিল
এসি নষ্ট, আধা ঘণ্টা আকাশে উড়ে যাত্রী নামিয়ে দিল বিমান
উইন্ডশিল্ডে ফাটল: ফ্লাইট বাতিলে আবুধাবিতে বিমানের শিডিউল বিপর্যয়