“রাস্তাঘাট এবং বিভিন্ন টার্মিনালগুলোতেও তুলনামূলক যানজট কম, অপরাধের মাত্রাও কিছুটা কম এবার।"
Published : 30 Mar 2025, 02:28 PM
ঈদের ছুটিতে রাজধানীসহ বড় শহরগুলো ছেড়েছে বহু মানুষ, তাই অনেকটাই ফাঁকা হয়ে যাওয়া এই শহরগুলোর নিরাপত্তা রক্ষায় 'সজাগ দৃষ্টি' রাখা হয়েছে বলে জানিয়েছেন র্যাবের মহাপরিচলক এ কে এম শহিদুর রহমান।
তিনি বলেন, "ফাঁকা বাসাতে চুরি কিংবা দস্যুতা যেন না ঘটে সেজন্য আমরা সজাগ দৃষ্টি রাখছি।"
রোববার দুপুরে রাজধানীর জাতীয় ঈদগাহ মাঠ পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলছিলেন র্যাবের মহাপরিচালক।
তিনি বলেন, "ঈদকে কেন্দ্র করে রমজান মাসের শুরু থেকেই আমরা নিরাপত্তক মূলক ব্যবস্থা গ্রহণ করেছি। রমজান মাসের শুরুতে মার্কেটগুলোতে বেচাকেনা বাড়ে এবং অনেক টাকার লেনদেন হয়। এর ফলে বেড়ে যায় ছিনতাই ও চাঁদাবাজি মত অপরাধ। তাই আমরা রমজান মাসের শুরু থেকে এই ধরনের অপরাধ নিয়ন্ত্রণের জন্য কাজ করে আসছি।"
ছিনতাই ও চাঁদাবাজি ‘কিছুটা নিয়ন্ত্রণে’ এসেছে জানিয়ে তিনি বলেন, “ঈদের আগে, ঈদের দিন এবং ঈদের পরে, এই তিন ধাপে আমাদের দায়িত্ব পালন করতে হয়। ঈদ পূর্ববর্তী ধাপের প্রায় শেষ পর্যায়ে আমরা।"
এছাড়া ঈদকে কেন্দ্র করে ঘরমুখো মানুষের যাত্রা যেন নির্বিঘ্ন হয় সেজন্য আইনশৃঙ্খলারক্ষাকারী অন্যান্য বাহিনীর সঙ্গে র্যাব কাজ করছে বলে জানিয়েছেন শহিদুর রহমান।
"হাইওয়েতে যেন ডাকাতি না হয় এবং দুর্ঘটনা যাতে কম হয় সেজন্য আমরা কাজ করে যাচ্ছি। এছাড়া ট্রাফিক নিয়ন্ত্রণেও আমরা কাজ করে যাচ্ছি।“
র্যাবের মহাপরিচালক জানিয়েছেন, ঈদকে কেন্দ্র করে বাস টার্মিনাল, লঞ্চ ঘাট ও ট্রেন স্টেশনের নিরাপত্তা নিশ্চিতের সারাদেশে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে, এছাড়া টহল ও সাদা পোশাকে অন্যান্য বাহিনীর সঙ্গে সমন্বয় করেও র্যাব কাজ করছে।
ঈদগাহের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে শহিদুর রহমান বলেন, "এই কেন্দ্রীয় ঈদগাহসহ দেশের যে সব স্থানে বড় বড় জামাত অনুষ্ঠান হবে সেটা বিভাগ পর্যায় থেকে শুরু করে উপজেলা পর্যায় পর্যন্ত আমাদের নিরাপত্তা ব্যবস্থা থাকবে। যাতে মুসল্লিরা নিরাপত্তার সাথে ঈদের জামাতে নামাজ আদায় করতে পারেন।
"ঈদের দিন এবং ঈদের ছুটির দিন ঘুরতে পর্যটন কেন্দ্র এবং বিনোদন কেন্দ্রগুলোতে প্রচুর মানুষের সমাগম হবে। মানুষ যেন নিরাপদে বিনোদন করতে পারে সেজন্য আমরা সেসব স্থানে নিরাপত্তা ব্যবস্থা রেখেছি। জনসমাগম হয় এমন জায়গায় নারী ও শিশুদের কেউ ইভটিজিং কিংবা যৌন হয়রানি না করতে পারে সে দিকটিও লক্ষ্য করা হচ্ছে।"
এছাড়া ঈদের ছুটির পর রাজধানীতে মানুষের ফিরতি যাত্রা যাতে নির্বিঘ্নে হয় সেখানেও র্যাবের নিরাপত্তা ব্যবস্থা থাকবে বলে জানিয়েছেন মহাপরিচালক।
তিনি বলেন, "জাল টাকা, মলম পার্টি ও বিভিন্ন ধরনের অপরাধ প্রতিরোধেও আমরা নিরাপত্তা ব্যবস্থা নিয়েছি। যেন সবাই ঈদকে উপভোগ করতে পারে সেজন্য আমাদের সকল প্রচেষ্টা অব্যাহত আছে।
"ইনশাল্লাহ আমরা আশাবাদী এবারের ঈদ আমরা নির্বিঘ্নে করতে পারব। আপনারা ইতোমধ্যে লক্ষ্য করেছেন এবারের ঈদ যাত্রাটা অন্যান্য বছরের তুলনায় স্বস্তিদায়ক হয়েছে। রাস্তাঘাটে যানজট কম এবং বিভিন্ন টার্মিনালগুলোতেও তুলনামূলক যানজট কম। এছাড়া অপরাধের মাত্রাও কিছুটা কম।"