আটটি প্রতিষ্ঠানের মধ্যে তিনটির সব শিক্ষার্থীই পাস করেছে।
Published : 15 Oct 2024, 02:26 PM
উচ্চ মাধ্যমিক ও সমমান পরীক্ষায় এবার দেশের বাইরের আট কেন্দ্রে অংশ নিয়েছিলেন ২৮২ জন, যার মধ্যে পাস করেছেন ২৬৯ জন। তার মানে প্রবাসী শিক্ষার্থীদের পাসের হার ৯৫ দশমিক ৩৯ শতাংশ।
এর আগে ২০২৩ সালে ওই আট কেন্দ্রে অংশ নিয়েছিলেন ৩২১ জন, আর পাস করেন ৩০৩ জন। অর্থাৎ ৯৪ দশমিক ৩৯ শতাংশ শিক্ষার্থী পাস করেছেন। সেই হিসাবে চলতি বছরে পাসের হার বেড়েছে ১ শতাংশ পয়েন্ট।
দেশের বাইরের আটটি প্রতিষ্ঠানের মধ্যে তিনটির সব শিক্ষার্থীই পাস করেছে। কেউই উত্তীর্ণ হয়নি- এমন কোনো প্রতিষ্ঠান বিদেশে নেই।
মঙ্গলবার বেলা ১১টায় বোর্ড চেয়ারম্যানরা নিজেদের অফিসে বসে ফল প্রকাশ করেন। ঢাকায় সমন্বিত ফল প্রকাশ করেন আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক তপন কুমার সরকার।
এইচএসসি ও সমমানের পরীক্ষায় এবার ৭৭ দশমিক ৭৮ শতাংশ শিক্ষার্থী পাস করেছে, জিপিএ ৫ পেয়েছে ১ লাখ ৪৫ হাজার ৯১১ জন। গতবারের তুলনায় এবার পাসের হার কমেছে, তবে বেড়েছে জিপিএ ৫ পাওয়া শিক্ষার্থী সংখ্যা।
২০২৩ সালে পাসের হার ছিল ৭৮ দশমিক ৬৪ শতাংশ; জিপিএ ৫ পেয়েছিলেন ৯২ হাজার ৫৯৫ জন।
এক নজরে বিদেশি কেন্দ্রের ফল
সাল |
পাসের হার |
২০২৪ |
৯৫.৩৯% |
২০২৩ |
৯৪.৩৯% |
২০২২ |
৯৭.৩২% |
২০২১ |
৯৮.৮৮% |
২০২০ |
১০০% |
২০১৯ |
৯৪.০৭% |
২০১৮ |
৯২.২৮% |
২০১৭ |
৯৪.২১% |
২০১৬ |
৯৩.৫৫% |
২০১৫ |
৮৯.৮৩% |
২০১৪ |
৭২.৫১% |
২০১৩ |
৯০.২৪% |
২০১২ |
৯৪.৪১% |