শিশুটির পরিবারকে সহায়তা দিতে পাঁচ আইনজীবীকে নিয়ে একটি সেল গঠন করেছে বিএনপি।
Published : 09 Mar 2025, 06:57 PM
মাগুরায় ‘ধর্ষণের শিকার’ শিশু এবং তার পরিবারকে আইনি সহায়তা দেওয়ার কথা জানিয়েছে বিএনপি।
দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে এজন্য পাঁচ জন আইনজীবীর একটি সেল গঠন করা হয়েছে বলে আইন সম্পাদক কায়সার কামাল জানিয়েছেন।
এ আইনজীবীরা হলেন শাহেদ হাসান টগর, মোহাম্মদ রুকুনুজ্জামান খান, কুমুদ রঞ্জন বিশ্বাস, এম এ রশিদ ও মিজানুর রহমান মিজান।
রোববার সুপ্রিম কোর্টে কায়সার কামাল সাংবাদিকদের বলেন, “বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ধর্ষণের শিকার শিশুটির চিকিৎসার সব ব্যয় বহনের দায়িত্ব নিয়েছেন। তিনি সার্বক্ষণিক খোঁজখবর রাখছেন। আইনি সহায়তার জন্য সেল গঠন করে দিয়েছেন।”
এ সময় আইনজীবী মাকসুদ উল্লাহ ও রোকনুজ্জামান সুজা উপস্থিত ছিলেন।
গত বৃহস্পতিবার দুপুরে মাগুরা শহরতলীর নিজনান্দুয়ালী গ্রামে বোনের বাড়ি বেড়াতে যাওয়া আট বছরের শিশুটি ধর্ষণের শিকার হয় বলে পরিবারের অভিযোগ।
এ ঘটনায় মেয়েটির মা বাদী হয়ে শনিবার চারজনকে আসামি করে মাগুরা সদর থানায় একটি ধর্ষণ ও হত্যাচেষ্টা মামলা করেছেন। ওই মামলায় চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শিশুটিকে মাগুরা সদর হাসপাতাল, ফরিদুপর মেডিকেল কলেজ হাসপাতাল ঘুরিয়ে ভর্তি করা হয়েছিল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে।
অবস্থা সংকটাপন্ন হওয়ায় শুক্রবার রাতে তাকে নেওয়া হয় লাইফ সাপোর্টে; তার চিৎিসায় গঠন করা হয় মেডিকেল বোর্ডে।
পরে উন্নত চিকিৎসার শনিবার শিশুটিকে নেওয়া হয় সিএমএইচে।
এদিকে রোববার এক রিট আবেদনের শুনানি নিয়ে হাই কোর্ট শিশু ধর্ষণের এই ঘটনার বিচার ১৮০ দিনের মধ্যে শেষ করতে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালকে নির্দেশ দিয়েছে।
সেইসঙ্গে শিশুটির সব ছবি পত্রিকা, অনলাইন পোর্টাল ও সব সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে ২৪ ঘণ্টার মধ্যে অপসারণ করতে বিটিআরসিকে নির্দেশ দেওয়া হয়েছে।
শিশুটিকে দেখভালের জন্য সমাজসেবা অফিসার নিয়োগসহ নিরাপত্তা নিশ্চিত করার নির্দেশও দিয়েছে আদালত।
আরও পড়ুন
মাগুরার শিশুকে ধর্ষণ: ১৮০ দিনে বিচার শেষ করার নির্দেশ
মাগুরার শিশুটিকে দেখলেন স্বরাষ্ট্র উপদেষ্টা, বললেন 'সরকার তৎপর'