পূর্বাভাস দেওয়াই ছিল, সেই বৃষ্টি এল ঈদের বিকেলে, তখন সবাই বেড়াতে বেরিয়েছেন।
Published : 22 Apr 2023, 09:21 PM
দুই মেয়ে আর স্ত্রীকে নিয়ে ঈদের বিকালে যাত্রাবাড়ীর কাজলা থেকে হাতিরঝিলে বেড়াতে এসেছিলেন প্রিন্টিং ব্যবসায়ী আবুল হাসান; পুরো বিকেল ঘোরাঘুরি আর ওয়াটার ট্যাক্সিতে চড়ে আনন্দঘন সময় পার করেন তারা।
সন্ধ্যা ৬টার দিকে হাতিরঝিলে পার্ক এলাকায় কথা হয় এই পরিবারের সঙ্গে। দুপুরের চড়া রোদের মধ্যে বিকালে বৃষ্টি নামায় গরমের কষ্ট কিছুটা লাঘব হওয়ার কথা জানান আবুল হাসান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “ঈদের দিন রাস্তা ফাঁকা। খুব তাড়াতাড়ি হাতিরঝিলে চলে এসেছি। ঘোরাঘুরি করলাম, বোটে চড়েছি। বাচ্চারা খুব মজা পেয়েছে।”
এক প্রশ্নে আবুল হাসান বলেন, “বৃষ্টি যখন আসে তখন আমরা বোটে ছিলাম। সে কারণে বেশি অসুবিধা হয়নি। গরম কমে আসায় ভালো লাগছে।”
আবুল হাসানের ১০ বছর বয়সি মেয়ে লাবিবা হাসান বলল, “ঈদের দিন অনেক সেজেছি। আব্বু-আম্মুর সঙ্গে ঘুরেছি অনেক। অনেক মজা করেছি। এখন চটপটি খেতে যাব।”
লাবিবাদের মত বহু মানুষ শনিবার ঈদের দিন বেড়াতে আসেন হাতিরঝিলে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সন্ধ্যার দিকে ভিড় বাড়ে।
উন্মুক্ত এই জলাধারের পাশে দৃষ্টিনন্দন সবুজে ঘোরাঘুরি আর ছবি তুলে সময় পার করেন দর্শনার্থীরা। এর মধ্যে পুলিশ প্লাজা প্রন্তের হাতিরঝিল পার্ক, মধুবাগ ও মহানগর ব্রিজসহ কয়েকটি এলাকায় মানুষের ভিড় ছিল তুলনামূলকভাবে বেশি।
সাধারণত, হাতিরঝিলের সঙ্গে যুক্ত থাকা তেজগাঁও, রামপুরা, বাড্ডা ও গুলশান রুটে যাত্রী পরিবহন করে ওয়াটার ট্যাক্সি। তবে ঈদ উপলক্ষে তিন দিন কেবল ঘোরাঘুরি জন্য ব্যবহার হচ্ছে।
ঈদের দিন যে বৃষ্টি হবে, সেই পূর্বাভাস আগেই দিয়েছিল আবহাওয়া অফিস। রাজধানীতে সেই বৃষ্টি নামে বিকাল ৫টার দিকে। তাতে ঘোরাঘুরিতে কিছুটা ব্যাঘাত ঘটলেও আনন্দ বরং বেড়েছে। গরমের পর এই বারিধারা স্বস্তি দিয়েছে দর্শনার্থীদের।
হাজারীবাগ এলাকা থেকে চার বন্ধু মিলে ঈদের বিকালে বেড়াতে আসেন বেসরকারি প্রতিষ্ঠানের কর্মী কিবরিয়া মাহমুদ। হাতিরঝিল এলাকা ঘুরে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যাওয়ার পরিকল্পনা তাদের।
হাতিরঝিলের মধুবাগ ব্রিজ এবং পুলিশ প্লাজা এলাকাসহ বিভিন্ন জায়গায় গিয়ে নিজেদেরকে ক্যামেরায় ধারণ করার কথা জানান কিবরিয়া।
তিনি বলেন, “ঢাকা শহরে শান্তিতে বসে যে কোথাও আড্ডা দেব, তেমন জায়গা খুব কম। এ কারণে অনেক দূর থেকে এখানে এসেছি। রাস্তা ফাঁকা থাকায় বাইকে একটানে চলে এলাম।”
ওয়াটার ট্যাক্সিতে চড়ার কথা জানিয়ে তিনি বলেন, “আজকে এসে দেখি বোটে ভ্রমণ করা যাচ্ছে। পরে আমরা উঠেছি। যে জায়গা থেকে উঠাচ্ছে, সেখানে আধা ঘণ্টা পর নামিয়ে দিচ্ছে। ভাড়া জনপ্রতি ৮০ টাকা।”