তার বাড়ি ময়মনসিংহের ধোবাউড়ায়।
Published : 12 Dec 2024, 12:33 PM
ঢাকার কুড়িল এলাকায় রেললাইন পার হওয়ার সময় ট্রেনের সঙ্গে ‘ধাক্কা খেয়ে’ এক নারীর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন ঢাকা রেলওয়ে থানার পরিদর্শক জয়নাল আবেদীন।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “রাস্তা পার হতে গিয়ে ট্রেনের সঙ্গে ধাক্কা খেয়ে একজন মারা গেছেন।”
স্থানীয়দের বরাতে বিমানবন্দর রেলওয়ে পুলিশ ফাঁড়ির এসআই তারা মিয়া বলেন, আনুমানিক ৩৮ বছর বয়সী ওই নারীর নাম শামসুন্নাহার। তার বাড়ি ময়মনসিংহের ধোবাউড়ায়। তিনি কুড়িল এলাকায় থাকতেন।
পুলিশ কর্মকর্তা তারা বলেন, “সকালে রেললাইন পার হওয়ার সময় ট্রেনে কাটা পড়েন তিনি। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নেওয়া হচ্ছে।"
ঢাকা রেলওয়ে থানার ডিউটি অফিসার সাহিদা বেগম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম বলেন, “ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে আনা হচ্ছে।”