“গাড়ির চাপ আছে, তবে সড়কে যানজট থাকবে না," বলেন ওবায়দুল কাদের।
Published : 06 Apr 2024, 03:38 PM
ঈদযাত্রার সড়কে গাড়ির চাপ বাড়লেও যানজট এবার হবে না বলেই সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের বিশ্বাস।
এ বিষয়ে সংবাদিকদের ঈদের পর প্রশ্ন করার পরামর্শ দিয়ে তিনি বলেছেন, “দেখেন কি হয়।"
চাঁদ দেখা সাপেক্ষে আগামী ১১ এপ্রিল বাংলাদেশে রোজার ঈদ হবে। ঈদের ছুটি শুরু হবে ১০ এপ্রিল থেকে।
তবে তার আগে ৭ এপ্রিল রয়েছে শবে কদরের ছুটি। আর ৫ ও ৬ এপ্রিল শুক্র-শনির সাপ্তাহিক ছুটি।
স্কুল কলেজ আগেই বন্ধ হয়ে যাওয়ায় অনেকে আগেভাগে পরিবারকে গ্রামের বাড়ি পাঠিয়ে দিয়েছেন। কেউ কেউ আবার দুটো দিন ছুটি নিয়ে লম্বা অবকাশে চলে গেছেন।
আগেভাগে ঈদযাত্রা শুরু হওয়ায় এখন পর্যন্ত রেলপথে বড় কোনো জটিলতা দেখ যায়নি। মহাসড়কেও যানজটের খবর আসেনি।
শনিবার দুপুরে সচিবালয়ে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এক অনুষ্ঠানে সাংবাদিকরা সেতুমন্ত্রীর কাছে জানতে চান, ঈদযাত্রা সহজ করতে সরকার কী কী ব্যবস্থা নিয়েছে।
উত্তরে মন্ত্রী বলেন, কী কী ব্যবস্থা নেওয়া হয়েছে, তার সবই সাংবাদিকরা জানেন। বিআরটিএ যখন সিদ্ধান্ত নিয়েছে, তখনই তা গণমাধ্যমে জানানো হয়েছে।
“এটা আপনারা ঈদের পরে প্রশ্ন করতে পারেন। গাড়ির চাপ আছে, কিন্তু যানজট নেই, এটা আমি বলতে পারব।"
আগামী কয়েক দিনও সব ভালোভাবে চলবে আশা প্রকাশ করে কাদের বলেন, “দেখেন কী হয়। গাড়ির চাপ আছে, তবে সড়কে যানজট থাকবে না।"
সাংবাদিকদের সঙ্গে কথা বলার আগে সাসেক-২ প্রকল্পের আওতায় একটি রেল ওভারপাস, সাতটিটি ওভারপাস ও দুটি সেতু যানবাহন চলাচলের জন্য উন্মুক্ত করার আনুষ্ঠানিকতা সারেন ওবায়দুল কাদের।
তিনি বলেন, “এটা দেশবাসীর জন্য মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার ঈদ উপহার।”