প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলনে সমসাময়িক বিভিন্ন বিষয়ে সরকারের অবস্থান ও বক্তব্য উঠে আসে সাংবাদকর্মীদের প্রশ্নের জবাবে।
Published : 05 Oct 2023, 02:59 PM
ভারতে জি টোয়েন্টি সম্মেলন এবং জাতিসংঘের ৭৮তম সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দেওয়ার অভিজ্ঞতা জানাতে সংবাদ সম্মেলনে আসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শুক্রবার বিকাল ৪টায় গণভবনে এ সংবাদ সম্মেলন হবে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম হেলাল।
প্রতিবার বিদেশ সফর থেকে এলে গণমাধ্যমকর্মীদের সামনে আসেন সরকারপ্রধান। তবে জি টোয়েন্টি সম্মেলন শেষে ঢাকায় ফেরার পরের সপ্তাহেই জাতিসংঘের ৭৮তম অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রে যাওয়ার কারণে ভারত সফর নিয়ে সংবাদ সম্মেলন হয়নি।
বাংলাদেশ বিশ্বের প্রধান ২০টি অর্থনীতির জোটের সদস্য না হলেও শেখ হাসিনা সেই সম্মেলনে যোগ দেন আমন্ত্রিত অতিথি হিসেবে। সেখানে তার সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টে জো বাইডেনের সেলফি আলোচনার ঝড় তৈরি করে বাংলাদেশের রাজনীতিতে।
ওই সম্মেলনে যোগ দিত শেখ হাসিনা ঢাকা ছাড়েন গত ৮ সেপ্টেম্বর, দেশে ফেরেন দুই দিন পর।
ঠিক এক সপ্তাহ পর জাতিসংঘের অধিবেশন যোগ দিতে তিনি যুক্তরাষ্ট্রে রওয়ানা হন গত ১৭ সেপ্টেম্বর। জাতিসংঘ অধিবেশন ছাড়াও সেখানে যুক্তরাষ্ট্র সরকারের কয়েকজন প্রতিনিধির সঙ্গে বৈঠক হয় তার।
বাইডেনের সঙ্গে যুক্তরাষ্ট্রেও দেখা হয় শেখ হাসিনার। পাশাপাশি তিনি বৈঠক করেন দেশটির নিরাপত্তা উপদেষ্টার সঙ্গে।
শেখ হাসিনার এই সফরের মধ্যেই যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বাংলাদেশের নির্বাচন নিয়ে ঘোষিত ভিসা নীতির প্রয়োগ শুরু হয়েছে। বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচনে যারা বাধা হবে, তারা যুক্তরাষ্ট্রের ভিসা পাবে না, এই ঘোষণা অবশ্য আগেই ছিল দেশটির।
এক সপ্তাহের বেশি সময় যুক্তরাষ্ট্রে অবস্থান শেষে গত ৩০ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী যান যুক্তরাজ্যে। সেখানে দলীয় বেশ কিছু কর্মসূচিতে অংশগ্রহণ শেষে তিনি দেশে ফেরেন বুধবার।
প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলনে বরাবরই সফরের বিষয়ে লিখিত বিবরণী থাকে। পাশাপাশি সাম্প্রতিক অর্থনৈতিক ও রাজনৈতিক বিষয়ে সরকারের অবস্থান ও বক্তব্য উঠে আসে সাংবাদকর্মীদের প্রশ্নের জবাবে।