আগামী ১৪ ও ১৭ সেপ্টেম্বরের মধ্যে তাদের নতুন কর্মস্থলে যোগ দিতে বলা হয়েছে।
Published : 07 Feb 2024, 11:56 AM
জাতীয় রাজস্ব বোর্ডের কাস্টমস অনুবিভাগের ২৬৮ জন সহকারী রাজস্ব কর্মকর্তাকে একযোগে দেশের বিভিন্ন জায়গায় বদলি করা হয়েছে; বদলি হয়েছেন দুইজন যুগ্ম কমিশনারও।
সোমবার এনবিআরের দ্বিতীয় সচিব মাসুদ রানার স্বাক্ষরে তিনটি আদেশে এই কর্মকর্তাদের বদলি করা হয়েছে। বদলি হয়া কর্মকর্তাদের পদায়ন হয়েছে ঢাকা, চট্টগ্রাম, সিলেট, খুলনা, রাজশাহী, কুমিল্লা, যোশর ও বেনাপোলে কাস্টমসের বিভিন্ন দপ্তরে।
এটা ‘রুটিন’ বদলি জানিয়ে এনবিআরের জনসংযোগ কর্মকর্তা সৈয়দ এ মোমেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “রাজস্ব আহরণের গতি বাড়ানোর স্বার্থে সারা বছর ধরেই সহকারী কর্মকর্তাদের দেশের বিভিন্ন স্থানে বদলি করা হয়।"
আদেশ পাওয়া কর্মকর্তাদের আগামী ১৪ ও ১৭ সেপ্টেম্বরের মধ্যে নতুন কর্মস্থলে যোগ দিতে অনুরোধ জানিয়েছে রাজস্ব বিভাগ।
(প্রতিবেদনটি প্রথম ফেইসবুকে প্রকাশিত হয়েছিল ১২ সেপ্টেম্বর ২০২৩ তারিখে: ফেইসবুক লিংক)