“এবারের সম্মেলনে ‘সাধারণ’ অধিবেশন থাকবে ৩০টি। চারটি থাকবে ‘বিশেষ’ অধিবেশন।”
Published : 15 Feb 2025, 07:12 PM
এবারের ডিসি সম্মেলনে আইনশৃঙ্খলা পরিস্থিতি ও স্থানীয় সরকার প্রতিষ্ঠানের কার্যক্রম জোরদারের বিষয় প্রাধান্য পাবে বলে তথ্য দিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশীদ।
রাজধানীতে রোববার থেকে তিন দিনের এ সম্মেলন শুরু হচ্ছে, যাতে ৩০টি ‘সাধারণ’ অধিবেশন এবং চারটি ‘বিশেষ’ অধিবেশন’ থাকবে।
শনিবার বিকালে সচিবালয়ে সংবাদ সম্মেলনে মন্ত্রিপরিষদ সচিব বলেন, “সম্মেলনের সব ধরনের প্রস্তুতি আমরা প্রায় শেষ করে আনতে পেরেছি।
“চারটি ‘বিশেষ’ অধিবেশনের মধ্যে রয়েছে উদ্বোধন অনুষ্ঠান, প্রধান বিচারপতির সঙ্গে সাক্ষাৎ, প্রধান উপদেষ্টার সঙ্গে মুক্ত আলোচনা এবং বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের সভা।”
তিনি বলেন, “মূল অনুষ্ঠান হবে প্রধান উপদেষ্টার কার্যালয়ের শাপলা হলে। অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের সভা হবে বাংলাদেশ চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে। সুপ্রিম কোর্টে হবে প্রধান বিচারপতির সঙ্গে সাক্ষাৎ।”
সচিব বলেন, “এবারের প্রধান প্রধান বিষয়ের মধ্যে রয়েছে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, স্থানীয় সরকার প্রতিষ্ঠানের কার্যক্রম জোরদারের ব্যবস্থা, ভূমি ব্যবস্থাপনা, দুর্যোগ ব্যবস্থাপনা, ত্রাণ ও পুনর্বাসন কার্যক্রম, স্থানীয় পর্যায়ে কর্মসংস্থান তৈরি ও দারিদ্র্য বিমোচন কর্মসূচির বাস্তবায়ন।
“অন্যান্য বিষয়ের মধ্যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যবহার, ই-গভর্ন্যান্স, শিক্ষার মানোন্নয়ন ও সম্প্রসারণ, স্বাস্থ্যসেবা ও পরিবার কল্যাণ পরিষেবার উন্নয়ন, পরিবার সংরক্ষণ, দূষণ রোধ, ভৌত অবকাঠামো উন্নয়ন ও উন্নয়নমূলক কার্যক্রমের বাস্তবায়ন নিয়েও সম্মেলনে আলোচনা হবে।”
এবারের ডিসি সম্মেলনের একটি অধিবেশনে থাকছে নির্বাচন কমিশনও (ইসি)।
গত বৃহস্পতিবার প্রধান নির্বাচন কমিশনারের একান্ত সচিব মোহাম্মদ আশ্রাফুল আলম বলেন, “সম্মেলনের শেষ দিন ১৮ ফেব্রুয়ারি সন্ধ্যায় সিইসি, নির্বাচন কমিশনার ও ইসি সচিবের কর্মসূচি রয়েছে।”
ইসি কর্মকর্তারা বলেন, সাধারণত নির্বাচনের আগে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে বসে নির্বাচন কমিশন। ডিসি সম্মেলনে এবারই প্রথম নির্বাচন কমিশন অংশগ্রহণ করছে।
মন্ত্রিপরিষদ বিভাগের মাঠ প্রশাসন অনুবিভাগের অতিরিক্ত সচিব মোহাম্মদ খালেদ রহীম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছিলেন, সম্মেলন উপলক্ষে বিভাগীয় কমিশনার ও ডিসিদের কাছ থেকে এক হাজার ২৪৫টি প্রস্তাব পেয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। তার মধ্যে ৩৫৩টি প্রস্তাবের ওপর সম্মেলনে আলোচনার জন্য কার্যপত্রে অন্তর্ভুক্ত করা হয়েছে।
মন্ত্রিপরিষদ বিভাগের অগ্রগতি প্রতিবেদনের তথ্যানুসারে, ২০২৪ সালের ডিসি সম্মেলনে ১১৯টি স্বল্পমেয়াদি, ১৯২টি মধ্যমেয়াদি ও ৭০টি দীর্ঘমেয়াদিসহ মোট ৩৮১টি সিদ্ধান্ত নেওয়া হয়। স্বল্পমেয়াদি ৬৪ শতাংশ, মধ্যমেয়াদি ৪০ শতাংশ ও দীর্ঘমেয়াদি ৩৬ শতাংশ সিদ্ধান্ত বাস্তবায়ন হয়েছে।
আরও পড়ুন-