দূতাবাসের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অন্তর্বর্তীকালীন সরকারের আমন্ত্রণে ঢাকায় এসেছে ওয়েস্ট চায়না হাসপাতালের এই চিকিৎসক দল।
Published : 22 Sep 2024, 09:51 PM
জুলাই-অগাস্টে ছাত্র-জনতার আন্দোলনের মধ্যে আহতদের চিকিৎসা দিতে ঢাকায় এসেছে চীনের একটি জরুরি মেডিকেল টিম।
রোববার বিকালে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছলে তাদের স্বাগত জানান ঢাকায় চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন এবং স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিনিধিরা।
দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অন্তর্বর্তীকালীন সরকারের আমন্ত্রণে ঢাকায় এসেছে ওয়েস্ট চায়না হাসপাতালের এই চিকিৎসক দল।
তাদেরকে স্বাগত জানানোর আয়োজনে চীনা রাষ্ট্রদূত ইয়াও বলেন, বাংলাদেশে সাম্প্রতিক অভ্যুত্থানে অনেক বেসামরিক ব্যক্তি ভুক্তভোগী হয়েছেন। ‘সামগ্রিক কৌশলগত সহযোগিতার অংশীদার’ হিসাবে চীন সরকার সব ভুক্তভোগীর প্রতি সমবেদনা এবং নিহতদের জন্য শোক প্রকাশ করেছে।
ছোট থেকে বড়- সব ক্ষেত্রে চীন-বাংলাদেশ একে অপরকে সহায়তা করছে বলে মন্তব্য করে তিনি বলেন, “বাংলাদেশের মানুষ যে কঠিন পরিস্থিতি মোকাবেলা করেছে, চীনের জনগণ তাতে গভীরভাবে সমব্যথী।
তিনি বলেন, “অন্তর্বর্তীকালীন সরকারের আমন্ত্রণে জাতীয় জরুরি মেডিকেল টিমকে বাংলাদেশে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে চীন সরকার। অন্তর্বর্তী সরকার গঠনের পর এটি বাংলাদেশে আসা প্রথম জরুরি মেডিকেল টিম; যা আমাদের মধ্যে চমৎকার দ্বিপক্ষীয় সম্পর্ক এবং দুদেশের জনগণের মধ্যে পারস্পরিক সহযোগিতার বন্ধনের প্রকাশ ঘটাচ্ছে।”
“আহতদের অবস্থা পর্যালোচনা এবং প্রয়োজন অনুযায়ী জরুরি মানবিক চিকিৎসা সহায়তা বাংলাদেশকে দেবে চীন। যার মধ্যে থাকবে সরাসরি চিকিৎসা প্রদানে আরও জরুরি মেডিকেল টিম পাঠানো এবং চিকিৎসাসামগ্রীর সরবরাহের বিষয়ও।”
চীনা জাতীয় জরুরি মেডিকেল টিমের প্রধান দং চিয়াং বলেন, চীনের অন্যতম সেরা ওয়েস্ট চায়না হসপাতালের বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত এই দল জেনারেল সার্জারি, ট্রমা কেয়ার, অর্থোপেডিক্স, রিহ্যাবিলিটেশন, ক্রিটিক্যাল কেয়ার, চক্ষুবিজ্ঞানসহ অন্যান্য ক্ষেত্রে বিশেষজ্ঞ।
মেডিকেল টিম পাঠানোর জন্য চীন সরকারের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক শেখ ছাইদুল হক বলেন, অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠার পর এটি বাংলাদেশে আসা প্রথম বিদেশি জরুরি মেডিকেল টিম। আহতরা যাতে দ্রুততার সঙ্গে সুস্থ হয়ে উঠতে পারে, সে জন্য চীনা মেডিকেল টিমকে বাংলাদেশ পূর্ণ সহায়তা দেবে।