এর আগে আরেক মামলায় সাত দিনের রিমান্ডে ছিলেন তিনি।
Published : 19 Sep 2024, 02:43 PM
সরকার পতনের দিন উত্তরায় পোশাককর্মী আব্দুল আজিজ হত্যা মামলায় সাবেক ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়াকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
বৃহস্পতিবার শুনানি নিয়ে এ আদেশ দেন ঢাকা মহানগর হাকিম আরিফুর রহমান।
এই মামলায় আছাদুজ্জামানকে গ্রেপ্তার দেখাতে গত শনিবার আবেদন করেছিলেন তদন্ত কর্মকর্তা উত্তরা পূর্ব থানার এসআই সজল চন্দ্র পাল। আসামি তখন অন্য মামলায় রিমান্ডে থাকায় সেদিন আবেদনটির শুনানি হয়নি।
আদালতে এসআই সজল চন্দ্র পাল বলেন, “আছাদুজ্জামান মিয়া মামলার ৬ নম্বর আসামি এবং তদন্তে এই ঘটনার সঙ্গে তার সম্পৃক্ততার প্রাথমিক প্রমাণ পাওয়া গেছে।
“ভবিষ্যতে আসামিকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করার প্রয়োজন হতে পারে। তাই তদন্তের স্বার্থে তাকে এই মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করছি।“
মামলার অভিযোগে বলা হয়েছে, ৫ অগাস্টে পুলিশ এবং আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের কিছু ক্যাডাররা বিনা উস্কানিতে আন্দোলনকারীদের উপর গুলিবর্ষণ করে। ওই দিন পোশাক শ্রমিক আব্দুল আজিজ উত্তরা হাউজ বিল্ডিং ফাইন্যান্স করপোরেশনের সামনে পৌঁছালে তাদের গুলিতে গুলিবিদ্ধ হন।
পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৭ অগাস্ট মারা যান আজিজ।
ছাত্রদল নেতা নুরুজ্জামান জনিকে ‘ক্রসফায়ারের নামে হত্যার’ মামলায় ডিএমপির সাবেক কমিশনার আছাদুজ্জামান মিয়াকে জিজ্ঞাসাবাদের জন্য গত ১২ সেপ্টেম্বর সাত দিনের হেফাজতে পায় পুলিশ।
জিজ্ঞাসাবাদ শেষে বৃহস্পতিবার তাকে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে হাজির করেন তদন্ত কর্মকর্তা খিলগাঁও থানার এসআই মুহাম্মদ গোলাপ উদ্দিন।
ওই মামলায় তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন বিচারক।
আছাদুজ্জামান মিয়া ৭ দিনের রিমান্ডে