দেয়াল ধসে মারা গেছেন আরেক শ্রমিক।
Published : 28 May 2024, 07:21 PM
রাজধানীর পৃথক স্থানে নির্মাণাধীন ভবন থেকে পড়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। আরেক স্থানে মাটি খোঁড়ার সময় দেয়াল ধসে একজনের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে ডেমরার মুসলিমনগরে নির্মাণাধীন বহুতল ভবনের তৃতীয় তলায় কাজ করার সময় লিফটের ফাঁকা দিয়ে পড়ে যান রাজমিস্ত্রি আয়তুল (৩৫)।
দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকা মেডিকেলে নেওয়া হলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন বলে জানান তার সহকর্মী শাহ কামাল।
ঢাকা মেডিকেল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, আয়াতুল নেত্রকোণার মদন থানার আব্দুল কুদ্দুসের ছেলে। তিনি ডেমরার নির্মাণাধীন ওই ভবনেই থাকতেন। তার লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এর আগে সোমবার রাত ১১টার দিকে সদরঘাটের গোয়ালনগর এলাকায় নির্মাণাধীন ভবনে থেকে পা পিছলে নিচে পড়ে যান নির্মাণ শ্রমিক মাসুদ (৩০)। সোমবার গভীর রাতে উদ্ধার করে তাকে ঢাকা মেডিকেলে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সহকর্মী জাহাঙ্গীর আলম বলেন, নির্মাণাধীন ভবনটিতেই তারা থাকতেন। সেখানে দ্বিতীয় তলায় শ্রমিকদের রান্নার কাজ চলছিল। রান্নার জন্য মাসুদ নিচ থেকে পানি নিয়ে সিঁড়ি দিয়ে ওঠার সময় পা পিছলে ফাঁকা জায়গা দিয়ে নিচে পড়ে গুরুতর আহত হন।
ঢাকা মেডিকেল পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাচ্চু মিয়া জানান, নিহত মাসুদ চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার মাটিলা পাড়া গ্রামের শাহ আলমের ছেলে।
দেয়াল ধস
মঙ্গলবার সকালে পুরান ঢাকার রথখোলা মোড় এলাকায় মাটি খোঁড়ার সময় সীমানা দেয়াল ধসে পড়ে প্রাণ গেছে শ্রমিক হাফিজ শিকদারের (৪০)।
বংশাল থানার এসআই বিল্লাল হোসেন বলেন, একটি নির্মাণাধীন ভবনের দেয়াল ঘেঁষে মাটি খননের সময়ে বাউন্ডারির দেয়াল ধসে পড়ে হাফিজের উপর। এতে তার মৃত্যু হয়। মৃতদেহটি মিডফোর্ড হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
হাফিজ পটুয়াখালীর বাউফল উপজেলার মৃত সানু সিকদারের ছেলে। বর্তমানে তিনি দয়াগঞ্জ এলাকায় থাকতেন।