Published : 20 May 2024, 07:58 PM
যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ।
দ্য ল্যান্ড ফোর্সেস প্যাসিফিক সিম্পোজিয়াম অ্যান্ড এক্সপোজিশনে অংশগ্রহণ শেষে রোববার তিনি দেশে ফেরেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর-আইএসপিআর জানিয়েছে, গত ১৪ থেকে ১৬ মে হাওয়াই রাজ্যে অনুষ্ঠিত সম্মেলনে মহাকাশ হুমকি মোকাবিলা, স্থল বাহিনীকে ভবিষ্যৎ অপারেশনের জন্য প্রস্তুত করা, সংঘাত মোকাবিলা, যৌথ প্রশিক্ষণ ও স্থল বাহিনীর আধুনিকায়নে দীর্ঘমেয়াদি পরিকল্পনার বিষয়ে আলোচনা করেন বিভিন্ন দেশের সেনাবাহিনী প্রধান এবং ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তারা।
জেনারেল এস এম শফিউদ্দিন এ অনুষ্ঠানে যোগদানের পাশাপাশি যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, অস্ট্রেলিয়াসহ বিভিন্ন দেশের সেনাপ্রধান ও অন্যান্য উচ্চপদস্থ সামরিক কর্মকর্তাদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেন।
অ্যাসোসিয়েশন অব ইউনাইটেড স্টেট আর্মির (এইউএসএ) সভাপতি ও সিইও অবসরপ্রাপ্ত জেনারেল রবার্ট বি. ব্রাউনের আমন্ত্রণে সরকারি সফরে বাংলাদেশের সেনাপ্রধান গত ১৩ মে দেশত্যাগ করেছিলেন।