“ক্লিকবেইট শিরোনামের টার্গেটে পরিণত হয়েছে ব্রাহ্মণবাড়িয়া”, বলেছে ঢাকা বিশ্ববিদ্যালয়স্থ ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রকল্যাণ পরিষদ, 'তিতাস’
Published : 22 Nov 2024, 01:01 AM
ব্রাহ্মণবাড়িয়া জেলা নিয়ে গণমাধ্যমে ‘অতিরঞ্জিত’ সংবাদ প্রচার করা হয় অভিযোগ করে ‘ট্যাগিং’ এর প্রতিবাদ জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত ব্রাহ্মণবাড়িয়া জেলার শিক্ষার্থীদের সংগঠন ঢাকা বিশ্ববিদ্যালয়স্থ ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রকল্যাণ পরিষদ, 'তিতাস’।
বৃহস্পতিবার বিকালে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির কার্যালয়ে সমিতির নবনির্বাচিত সভাপতি মহিউদ্দিন মুজাহিদ মাহি ও সাধারণ সম্পাদক মোতাহার হোসেনকে দেয়া স্মারকলিপিতে এ প্রতিবাদ জানায় সংগঠনটি।
স্মারকলিপিতে অভিযোগ করা হয়েছে হয়েছে, 'ক্লিকবেইট' শিরোনামের টার্গেটে পরিণত হয়েছে ব্রাহ্মণবাড়িয়া জেলা।
স্মারকলিপিটি পাঠ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের যোগাযোগ বৈকল্য বিভাগের ব্রাহ্মণবাড়িয়া জেলার শিক্ষার্থী রিফতি আল জাবেদ।
তিনি বলেন, "বস্তুনিষ্ঠ, স্বচ্ছ, পক্ষপাতহীনভাবে ব্রাহ্মণবাড়িয়াকে নিয়ে সংবাদের ভাষা নির্মিত হচ্ছে না। আমাদের বার্তাকক্ষ কতটুকু যোগ্যতার সাথে ব্রাহ্মণবাড়িয়ার খবর পৌঁছে দিচ্ছে, পাঠকের এবং আমাদের কাছে তা প্রশ্নবিদ্ধ।”
‘একটি জেলার জনগোষ্ঠীকে 'নির্দিষ্ট পরিচয়ে ট্যাগ' করার প্রবণতা দেশের সামগ্রিক অখণ্ডতার পরিচয়কেও প্রশ্নবিদ্ধ করে বলে মনে করে তিতাস”, বলা হয় স্মারকলিপিতে ।"
ব্রিটিশবিরোধী আন্দোলন থেকে শুরু করে বায়ান্নর ভাষা আন্দোলন ও একাত্তরের মুক্তিযুদ্ধ এবং স্বাধীনতা পরবর্তী দেশের সকল ক্রান্তিলগ্নে ব্রাহ্মণবাড়িয়া জেলার অবদান অপরিসীম উল্লেখ করে এতে লো হয়, "ব্রাহ্মণবাড়িয়ার এমন অনেক ব্যক্তিবর্গ বাংলাদেশের ইতিহাসকে গৌরবান্বিত এবং বিশ্বের কাছে নিজ দেশের ভাবমূর্তি উজ্জ্বল করেছেন। কিন্তু দুঃখের ব্যাপার এই যে শিক্ষা ও সংস্কৃতির কেন্দ্র হিসেবে দেশে সবসময় সমাদৃত এই জেলাকে নিয়ে অতিরঞ্জিত সংবাদ এবং আঞ্চলিক ট্যাগিং দেখা যায় সংবাদমাধ্যমে।"
কেবল ব্রাহ্মণবাড়িয়ার সংঘর্ষ সংবাদমাধ্যমগুলোতে বেশি গুরুত্ব পাচ্ছে বলে মনে করছে 'তিতাস'।
স্মারকলিপিতে বলা হয়, "বাংলাদেশের সমাজ ও রাজনীতিতে সহিংসতা নতুন কোনো বিষয় নয়। ১৯৭১ সালে একটি রক্ত প্লাবিত সহিংস যুদ্ধের মধ্য দিয়ে জন্ম নেয় এই জাতি, যার রাজনৈতিক ইতিহাসে 'সহিংসতা' নামক প্রপঞ্চটি নানা মাত্রায় ঘুরে ফিরে প্রভাব রেখেছে। মাত্রা ও প্রভাবগত কারণে সামাজিক সহিংসতা বাংলাদেশের আত্মপরিচয়ের সাথে অঙ্গাঙ্গিভাবে যুক্ত অথচ ব্রাহ্মণবাড়িয়ার সংঘর্ষই সংবাদমাধ্যমগুলোতে 'হাইলাইট' হচ্ছে।"