এসব মদের বিপরীতে রেস্তোরাঁ কর্তৃপক্ষ কোনো বৈধ কাগজ দেখাতে পারেনি, বলছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
Published : 27 Sep 2024, 06:58 PM
ঢাকার উত্তরার একটি রেস্তোরাঁয় অভিযান চালিয়ে সেখানকার সেপটিক ট্যাংক থেকে বিপুল বিদেশি মদ উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার রাতে উত্তরার ১৩ নম্বর সেক্টরের ‘কিংফিশার রেস্তোরাঁয়’ অভিযানে দুই ব্যক্তিকে গ্রেপ্তারের তথ্যও দিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
শুক্রবার অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, তাদের ২৬ সদস্যের একটি দল রেস্তোরাঁটিতে অভিযান চালায়। পরে রেস্তোরাঁ ভবনের নিচ তলায় বড় একটি সেপটিক ট্যাংকের ভেতরে ১২০৮ বোতল বিদেশি মদ ও ৮৫৪ ক্যান বিয়ার উদ্ধার করা হয়।
মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর বলছে, এসব মদের বিপরীতে রেস্তোরাঁ কর্তৃপক্ষ কোনো বৈধ কাগজ দেখাতে পারেনি। এগুলোর মূল্য প্রায় প্রায় ২কোটি টাকা।
অভিযানে এমরান হোসেন বাবু (৪১) ও আলমগীর কবির (৪০) নামে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।
এ বিষয়ে ‘কিংফিশার রেস্তোরাঁ’ কর্তৃপক্ষের কারও বক্তব্য জানতে পারেনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম।