আগামী ২ ফেব্রুয়ারির মধ্যে বর্তমান কর্মস্থলের দায়িত্ব বুঝিয়ে দিয়ে তাকে সেখানে যোগ দিতে বলা হয়েছে।
Published : 29 Jan 2025, 10:44 PM
জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) প্রাথমিক শিক্ষাক্রমের সদস্য অধ্যাপক এ এফ এম সরোয়ার জাহানকে জয়পুরহাট সরকারি কলেজে পাঠানো হয়েছে।
বুধবার বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের এই কর্মকর্তাকে সেখানে বদলির আদেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ।
তাকে আগামী ২ ফেব্রুয়ারির মধ্যে বর্তমান কর্মস্থলের দায়িত্ব বুঝিয়ে দিয়ে সেখানে যোগ দিতে বলা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, “তা না হলে ওইদিন অপরাহ্নে তিনি তাৎক্ষণিক অবমুক্ত বলে গণ্য হবেন।”