মিলের মালিককে এক লাখ ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
Published : 11 Feb 2024, 04:12 PM
শুধু ভেজাল রং দিতেন না তারা; মসলার ওজন বাড়াতে চালের গুড়া মেশানো হতো বরিশালের দুই কারখানায়। অতিরিক্ত মুনাফার আশায় মিল মালিকরা এ কাজ করতে গিয়ে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ধরা পড়ে লক্ষাধিক টাকা জরিমানার মুখে পড়েছেন।
সোমবার নগরীর হাটখোলা এলাকায় হুমায়ন মরিচ মিল ও গোলদার মরিচ মিলকে এ জরিমানা করা হয়। ভোক্তা অধিকার বরিশাল বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক ইন্দ্রানী দাস বলেন, গোপন খবর পেয়ে ওই দুই কারখানায় অভিযান পরিচালনা করা হয়। এসময় মিলের মালিককে এক লাখ ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
(প্রতিবেদনটি প্রথম ফেইসবুকে প্রকাশিত হয়েছিল ৪ সেপ্টেম্বর ২০২৩ তারিখে: ফেইসবুক লিংক)