কাউকে পাওয়া না গেলে লটারির মেধা তালিকা থেকে ওই আসনে ভর্তি করতে হবে, বলেছে শিক্ষা মন্ত্রণালয়।
Published : 13 Mar 2025, 07:19 PM
সরকারির মত বেসরকারি স্কুলে ভর্তিতেও শুধু ২০২৫ শিক্ষাবর্ষে জুলাই অভ্যুত্থানে আহত ও নিহতদের পরিবারের সন্তানদের জন্য প্রতি শ্রেণিতে একটি আসন সংরক্ষিত থাকবে।
বুধবার এক আদেশে এ সিদ্ধান্ত জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ।
মন্ত্রণালয়ে বলেছ, এ আদেশ শুধু ২০২৫ শিক্ষাবর্ষের জন্য প্রযোজ্য হবে।
এতে বলা হয়, “২০২৪ সালের জুলাই-অগাস্টে গণঅভ্যুত্থানে আহত বা শহীদ পরিবারের সদস্যদের বেসরকারি স্কুল, স্কুল অ্যান্ড কলেজে (মাধ্যমিক, নিম্ন মাধ্যমিক ও সংযুক্ত প্রাথমিক স্তর) শিক্ষার্থী লটারির মাধ্যমে ভর্তির জন্য নির্ধারিত আসন সংখ্যার অতিরিক্ত প্রতি শ্রেণিতে একজন করে ভর্তির জন্য আসন সংরক্ষিত থাকবে।”
আরও পড়ুন
এনআইডি সংশোধন: 'অনৈতিক কাজে জড়িত' ছয় কর্মীকে অব্যাহতি
আসন নির্ধারণের ক্ষেত্রে সংশ্লিষ্ট প্রমাণপত্র বা গেজেটের সত্যায়িত কপি আবেদনপত্রের সঙ্গে সংযুক্ত করতে হবে এবং ভর্তির সময় মূল কপি দেখাতে হবে, বলা হয়েছে আদেশে।
ভর্তির জন্য অভ্যুত্থানে হতাহত পরিবারের সদস্যদের পাওয়া না গেলে লটারির মাধ্যমে নির্বাচিতদের মধ্যে মেধা তালিকা থেকে ওই আসনে ভর্তি করতে হবে বলেও শিক্ষা মন্ত্রণালয়ের আদেশে নির্দেশনা দেওয়া হয়েছে।
এর আগে গত ২০ ফেব্রুয়ারি এ বিষয়ক প্রথম আদেশে শিক্ষা মন্ত্রণালয় সরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোতে ভর্তিতে মুক্তিযোদ্ধাদের ছেলে-মেয়েদের পাশাপাশি অভ্যুত্থানে হতাহতদের পরিবারের সদস্যদের জন্য মোট আসনের ৫ শতাংশ কোটা সংরক্ষিত রাখতে নির্দেশনা দিয়েছিল।
পরে ৩ মার্চ ওই আদেশ বাতিল করে শিক্ষা মন্ত্রণালয় সরকারি স্কুলে ভর্তির ক্ষেত্রে শুধু ২০২৫ শিক্ষাবর্ষে জুলাই অভ্যুত্থানে আহত ও নিহতদের পরিবারের সন্তানদের জন্য প্রতি শ্রেণিতে একটি আসন সংরক্ষিত রাখতে বলেছিল।