“যে পুলিশ নিপীড়কদের ধরতে পারে না, চোর-ছিনতাইকারীদের ধরতে পারে না, তারা আমাদের শান্তিপূর্ণ মিছিলে লাঠিপেটা করেছে।”
Published : 11 Mar 2025, 03:49 PM
স্বরাষ্ট্র উপদেষ্টার অপসারণ ও দ্রুত বিচার ট্রাইব্যুনালে ধর্ষণের বিচারের দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখে একটি গণপদযাত্রা ঠেকিয়ে দিয়েছে পুলিশ।
‘ধর্ষণ ও নিপীড়নের বিরুদ্ধে বাংলাদেশ’র ব্যানারে পদযাত্রাটি মঙ্গলবার বেলা ৩টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে শাহবাগ মোড় হয়ে ইন্টারকন্টিনেন্টাল হোটেলের সামনে পৌঁছায়।
সেখান থেকে যমুনার দিকে যেতে ডানে মোড় নিতেই ব্যারিকেড দিয়ে তাদেরকে আটকে দেয় পুলিশ।
একপর্যায়ে বিক্ষোভকারীরা ব্যারিকেডে ধাক্কাধাক্কি করলে পুলিশ কয়েকদফা লাঠিপেটা করে তাদেরকে ছত্রভঙ্গ করার চেষ্টা করে।
পরে পুলিশের রমনা বিভাগের উপকমিশনার মাসুদ আলম আন্দোলনকারীদের সঙ্গে কথা বলে বোঝানোর চেষ্টা করেন।
ব্যারিকেডের পাশে বিপুল সংখ্যক পুলিশ সদস্য মোতায়েন এবং জলকামান প্রস্তুত রাখা হয়েছে।
পদযাত্রায় অংশ নেওয়া আদৃতা রায় নামের একজন বলেন, “আমরা শান্তিপূর্ণ মিছিল নিয়ে আসছিলাম। পুলিশ আগে থেকেই অবগত ছিল। এখানে আসার পর পুলিশ বিনা উসকানিতে আমাদের উপর হামলা করেছে, লাঠিপেটা করেছে।
“যে পুলিশ নিপীড়কদের ধরতে পারে না, চোর-ছিনতাইকারীদের ধরতে পারে না, তারা আমাদের শান্তিপূর্ণ মিছিলে লাঠিপেটা করেছে।”