গত ফেব্রুয়ারিতে তানভীর ইমাম, তার স্ত্রী ও মেয়ের ব্যাংক হিসাব অবরুদ্ধ এবং স্থাবর সম্পদ জব্দের আদেশ দিয়েছিলে আদালত।
Published : 02 Mar 2025, 04:17 PM
আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে সিরাজগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য তানভীর ইমাম, তার স্ত্রী মাহিন ইমাম ও কন্যা মানিজা ইসমত ইমামের বিরুদ্ধে তিনটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
রোববার দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন সাংবাদিকদের এ তথ্য জানান।
তানভীর ইমামের বিরুদ্ধে দায়ের করা মামলায় ৩০ কোটি ৬২ লাখ ৩ হাজার ৮৩৬ টাকা জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে।
দুদকের উপপরিচালক মোহাম্মদ জয়নাল আবেদীন ঢাকার সমন্বিত জেলা কার্যালয়ে মামলাটি দায়ের করেন।
আরেকটি মামলায় তানভীর ইমামের সঙ্গে তার স্ত্রী মাহিন ইমামকে আসামি করা হয়েছে। এতে তাদের বিরুদ্ধে ৩ কোটি ৭ লাখ ৪৯ হাজার ৫৪৮ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে।
দুদকের সহকারী পরিচালক মো. সহিদুর রহমান ঢাকার সমন্বিত জেলা কার্যালয়ে এই মামলা দায়ের করেন।
তৃতীয় মামলায় তানভীর ইমামের সঙ্গে তার মেয়ে মানিজে ইসমত ইমামকে আসামি করা হয়েছে।
১ কোটি ৮৭ লাখ ১৫ হাজার ৭১৭ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে এই মামলা হয়েছে।
দুদকের উপসহকারী পরিচালক ওয়াশকুরুনী বাদী হয়ে ঢাকার সমন্বিত জেলা কার্যালয়ে দায়ের করেন।
দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৭(১) ধারা ও ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় এসব মামলা করা হয়েছে।
তানভীর আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির কো-চেয়ারম্যান ছিলেন। তিনি প্রধানমন্ত্রীর সাবেক রাজনৈতিক উপদেষ্টা প্রয়াত এইচ টি ইমামের ছেলে।
একাদশ সংসদ নির্বাচনে সিরাজগঞ্জের উল্লাপাড়ার থেকে জয়ী হলেও দ্বাদশ নির্বাচনে আওয়ামী লীগ আর মনোনয়ন দেয়নি তানভীরকে।
আওয়ামী লীগ সরকারের পতনের পর দলের সাবেক মন্ত্রী ও সংসদ সদস্যদের মতো তানভীর ইমাম এবং তার পরিবারের দুর্নীতি অনুসন্ধানে নামে দুদক।
গতবছরের ৮ অক্টোবর দুদকের আবেদনে তানভীর ও তার স্ত্রী মাহিনের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দেয় আদালত।
এরপর এ বছরের ১৯ ফেব্রুয়ারি এই দম্পতি এবং তাদের মেয়ের ৬৯টি ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দেয় আদালত।
তানভীর ইমাম, তার স্ত্রী মাহিন ইমাম এবং মেয়ে মানিজা ইসমত ইমামের নামে থাকা এসব হিসাবে ২০ কোটি ২৯ লাখ ৭৯ হাজার টাকা রয়েছে।
এছাড়া তাদের নামে থাকা স্থাবর সম্পদ জব্দের আদেশও দিয়েছে আদালত।
সাবেক এমপি তানভীর ইমাম ও স্ত্রী-মেয়ের ৬৯ ব্যাংক হিসাব অবরুদ্ধ