“গতবার প্রায় ১ ঘণ্টা লেটে ট্রেন ছেড়েছে; আজ তো বেশি লেট করছে না,” বলেন এক যাত্রী।
Published : 14 Jun 2024, 05:08 PM
“গত দুইদিন ভেজালের কথা শুনলাম, আজ তো অন টাইম যাচ্ছি। এটা গুড সাইন। স্বস্তি লাগছে। আশা করছি যথাসময়ে যেতে পারব।”
ট্রেনে ঈদযাত্রার তৃতীয় দিনের অভিজ্ঞতার কথা বলছিলেন জামালপুর এক্সপ্রেসের যাত্রী আহমেদ সাকিব তরফদার।
শুক্রবার সকাল থেকে দুপুর পর্যন্ত কমলাপুর রেলওয়ে স্টেশনে তেমন দুর্ভোগ চোখে পড়েনি। প্ল্যাটফর্মে যাতে টিকেট ছাড়া কেউ প্রবেশ করতে না পারে, সেজন্য স্টেশনের প্রবেশমুখে বাঁশ দিয়ে লাইন তৈরি করা হয়েছে। প্রবেশ মুখে যাত্রীদের টিকেট চেক করতে দেখা গেছে।
জামালপুর এক্সপ্রেস ট্রেনের আরেক যাত্রী আহমেদ উল্লাহ বলছিলেন, “গতবারের তুলনায় এবারের অভিজ্ঞতা ভালো। গতবার প্রায় ১ ঘণ্টা লেটে ট্রেন ছেড়েছে। আজ তো বেশি লেট করছে না।
“আর ঢোকার সময়ও তেমন ঝামেলা পোহানো লাগেনি। অন্যবার যেমন ঢুকতেই অবস্থা খারাপ হয়ে যায় মানুষের ভিড়ে। এবার তেমন পরিস্থিতি নেই।”
স্ত্রী আর মেয়েকে ঢাকায় রেখে একতা এক্সপ্রেসে কর্মস্থল পঞ্চগড়ে যাচ্ছিলেন বেসরকারি চাকুরে রায়হান আহমেদ শাওন।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এ বছর ঈদের ছুটি পাব না। তাই আগেই ছুটি দিয়েছিল। এখন আবার ফেরত যাচ্ছি। মেয়েটা থাকতে চাইছে না। কষ্ট লাগছে, তবুও তো যেতে হয়। তবে এবারে কম দুর্ভোগ হল। ট্রেন যথাসময়ে ছাড়ছে।"
ঈদযাত্রার তৃতীয় দিনে প্রায় সবগুলো ট্রেনই ছেড়েছে সময়মতো। সর্বোচ্চ ১০-২৫ মিনিট বিলম্বে ছাড়লেও সেটি স্বাভাবিকভাবেই নিয়েছেন যাত্রীরা।
সিলেট অভিমুখী জয়ন্তিকা এক্সপ্রেসের যাত্রী উদয় রায়হান বলেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এবারের ঈদযাত্রার সার্বিক ব্যবস্থাপনা তুলনামূলক ভালো আমি বলব। অন্যবারের চেয়ে ঝক্কিহীন, যথাসময়ে যেতে পারছি।”
এদিন সকাল ৯টা ১০ মিনিটের রংপুর এক্সপ্রেস ট্রেন ৫ মিনিট দেরি করে ছেড়েছে ৯টা ১৫ মিনিটে৷ সকাল ১০টার জামালপুর এক্সপ্রেস ছেড়েছে সোয়া ১০টায়। সোয়া ১০টার একতা এক্সপ্রেস ছেড়েছে সাড়ে ১০টায়, সাড়ে ১০টার কিশোরগঞ্জ এক্সপ্রেস ছেড়েছে ১০টা ৪০ মিনিটে, সোয়া ১১টার জয়ন্তিকা এক্সপ্রেস ছেড়েছে ১১টা ৩৫ মিনিটে, আর সাড়ে ১১টার অগ্নিবীণা ছেড়েছে ১১টা ৪০ মিনিটে।
কমলাপুর রেলওয়ে স্টেশনের ব্যবস্থাপক মাসুদ সারোয়ার দুপুরে বলেন, “সকাল থেকে এখন পর্যন্ত প্রতিটি ট্রেন নির্ধারিত সময় ছেড়ে গেছে। এখন আর প্রথম দিনের মতো ট্রেনে কোনো বিলম্ব নাই। আমরা চেষ্টা করছি যথাসময়ে সবগুলো ট্রেন যাতে ছেড়ে যায়।”
এদিন ঈদযাত্রার ফিরতি পথের ২৪ জুনের টিকেট অনলাইনে বিক্রি করছে রেলওয়ে। পশ্চিমাঞ্চলের টিকেট বিক্রি শুরু হয় সকাল ৮টায়, আর পূর্বাঞ্চলের টিকেট মিলেছে দুপুর ২টায়।