বিধান রোববার সন্ধ্যায় তার ব্যাটারিচালিত রিকশা নিয়ে বের হয়ে আর ঘরে ফেরেননি।
Published : 02 Dec 2024, 02:19 PM
ঢাকার সবুজবাগে গলায় ‘দড়ি প্যাঁচানো’ অবস্থায় এক রিকশাচালকের মরদেহ উদ্ধারের কথা জানিয়েছে পুলিশ।
সবুজবাগ থানার এসআই এনামুল হক মিঠু জানিয়েছেন, বেগুনবাড়ি গ্রিন মডেল টাউনের ই-ব্লক, ১২ নম্বর সড়ক থেকে বিধান মণ্ডলের মরদেহ রোববার রাত সোয়া বারোটার দিকে উদ্ধার করা হয়।
১৯ বছর বয়সী বিধান ডেমরা কায়েতপাড়া এলাকার বাসিন্দা কাঠমিস্ত্রী মহাদেব মণ্ডলের ছেলে।
বিধানের খালাতো ভাই সুজন মণ্ডল জানিয়েছেন, রোববার সন্ধ্যায় বিধান তার ব্যাটারিচালিত রিকশা নিয়ে বের হয়ে আর ঘরে ফেরেনি।
“ভোরে পুলিশের মাধ্যমে খবর পেয়ে থানায় গিয়ে বিধানকে মৃত অবস্থায় দেখতে পাই।”
এসআই এনামুল বলেন, “বিধানের মরদেহ উদ্ধার করা হলেও তার রিকশাটি পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, ফাঁস দিয়ে তাকে হত্যা করে কে বা কারা তার ব্যাটারিচালিত রিকশাটি নিয়ে চলে গেছে।”
ময়নাতদন্তের জন্য বিধানের মরদেহ সোমবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে এসআই এনামুল জানিয়েছেন।