ঝড় আসার আগেই গাছচাপা পড়ে বরগুনায় একজনের মৃত্যুর খবর এসেছে। সেই সঙ্গে ফসলসহ সম্পদের ক্ষয়ক্ষতির তথ্যও পাওয়া গেছে।
Published : 25 Oct 2024, 12:47 AM
উপকূলের দিকে এগিয়ে চলা প্রবল ঘূর্ণিঝড় দানার প্রভাবে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে দিনভর থেমে থেমে বৃষ্টি হয়েছে।
ঝড় আসার আগেই গাছচাপা পড়ে বরগুনায় একজনের মৃত্যুর খবর এসেছে। সেই সঙ্গে ফসলসহ সম্পদের ক্ষয়ক্ষতির তথ্যও পাওয়া গেছে।
গত সোমবার আন্দামান সাগর ও সংলগ্ন বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টির পর তা ধাপে ধাপে শক্তিশালী হয়ে বৃহস্পতিবার ভোরে প্রবল ঘূর্ণিঝড়ের রূপ পায়।
বৃহস্পতিবার মধ্যরাতের পর ভারতের উত্তর ওড়িশা-পশ্চিমবঙ্গ উপকূল অতিক্রম করতে পারে দানা। সে সময় বাতাসের গতি থাকতে পারে ঘণ্টায় ১০০ থেকে ১১০ কিলোমিটার, যা দমকা বা ঝড়ো হাওয়ার আকারে ১২০ কিলোমিটার পর্যন্ত বাড়তে পারে।
আবহাওয়াবিদ আবুল কালাম মল্লিক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এর প্রভাবে উপকূলীয় জেলায় ভারি বৃষ্টি হবে। এছাড়া সারাদেশেই দমকা হওয়াসহ থেমে থেমে বৃষ্টি হবে, বাংলাদেশে এর বেশি তেমন কিছু হবে না। কাল (শুক্রবার) থেকে বৃষ্টিপাতের প্রবণতা কমে আসবে।”
আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও বৃহস্পতিবার বিকাল ৩টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ভারি (৪৪-৮৮ মিলিমিটার) থেকে অতি ভারি (৮৯ মিলিমিটারের বেশি) বৃষ্টি হতে পারে।
প্রবল ঘূর্ণিঝড়ের অগ্রবর্তী অংশের প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও সংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকা এবং দ্বীপ ও চরগুলোর ওপর দিয়ে দমকা বা ঝড়ো হাওয়াসহ ভারি থেকে অতি ভারি বৃষ্টি হতে পারে।
এছাড়া উপকূলীয় জেলা সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, বরগুনা, বারিশাল, ঝালকাঠি, পিরোজপুর, পটুয়াখালী, ভোলা, লক্ষ্মীপুর, নোয়াখালী, ফেনী, চট্টগ্রাম ও কক্সবাজার এবং তাদের অদূরবর্তী দ্বীপ ও চরগুলোর নিম্নাঞ্চল স্বাভাবিক জোয়ারের চেয়ে ২ থেকে ৩ ফুট বেশি উচ্চতার বায়ু তাড়িত জলোচ্ছ্বাসে প্লাবিত হতে পারে।
ঘূর্ণিঝড় কেন্দ্রের কাছাকাছি এলাকায় সাগর খুবই উত্তাল থাকায় চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।
দানার প্রভাবে ক্ষয়ক্ষতি রোধে জেলায়-জেলায় আশ্রয়কেন্দ্র প্রস্তুতসহ প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় জনসংযোগ কর্মকর্তা মো. এনায়েত হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “উপকূলীয় জেলায় আশ্রয় কেন্দ্রগুলো প্রস্তুত রাখতে বলা হয়েছে। পূর্বপ্রস্তুতি হিসেবে মেডিকেল টিম গঠন করা হয়েছে এবং প্রস্তুত রাখা হয়েছে সিপিপি ও রেডক্রিসেন্ট স্বেচ্ছাসেবকদের।”
উপকুলবর্তী জেলাগুলোর ডিসিদের থেকে পাওয়া তথ্য তুলে ধরে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ সচিব কামরুল হাসান বলেন, ঘূর্ণিঝড় দানা’র প্রভাব থেকে তারা সার্বিকভাবে নিরাপদে রয়েছেন। ঝড়ো হাওয়ায় পটুয়াখালী জেলায় কলাপাড়া উপজেলার লতাচাপালি ইউনিয়নে ৪-৫টি ঘর ভেঙে পড়ার খবর মিলেছে।
সবশেষ গেল ২৬ মে রাতে বাংলাদেশের দক্ষিণ-পশ্চিম উপকূল এবং ভারতের পশ্চিমবঙ্গে আঘাত হানে প্রবল ঘূর্ণিঝড় রেমাল।
এতে সরকারি হিসাবে, ঝড়ের প্রভাবে জলোচ্ছ্বাসে, ঘর ভেঙে ও দেয়াল ধসে পটুয়াখালী, সাতক্ষীরা, ভোলা, বরিশাল, খুলনা ও চট্টগ্রামসহ বিভিন্ন জেলায় অন্তত ১৬ জনের মৃত্যু হয়।
রেমালের প্রভাবে দেশের ২০ জেলায় অন্তত ৬ হাজার ৮৮০ কোটি টাকার বেশি সম্পদের ক্ষয়ক্ষতি হয়।
একজনের মৃত্যু
ঘূর্ণিঝড় দানার প্রভাবে বরগুনার বেতাগী উপজেলায় গাছ চাপা পড়ে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার ছোট মোকামিয়া এলাকায় এ ঘটনা ঘটে বলে বেতাগী থানার ওসি মো. মাহবুবুর রহমান জানান।
নিহত আশ্রাফ আলী (৬১) উপজেলা সদর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের কিসমত করুনা এলাকার বাসিন্দা। তিনি ছিলেন পেশায় দিনমজুর।
এলাকাবাসী জানান, সকালে দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে আশ্রাফ আলী কাজের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। পথে হঠাৎ দমকা হাওয়া শুরু হলে একটি চাম্বল গাছ ভেঙে নিচে চাপা পড়েন তিনি।
স্থানীয়রা তাকে উদ্ধার করে বেতাগী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ফসলের ক্ষতি
ঘূর্ণিঝড় দানার প্রভাবে ঝালকাঠিতে দিনভর দফায়-দফায় বৃষ্টিতে ফসল গবাদি পশুর ক্ষয়-ক্ষতির তথ্য এসেছে।
বৃহস্পতিবার সকালে কাঁঠালিয়া উপজেলায় গাছ পড়ে মাদরাসা ও কয়েকটি কাঁচা বাড়ি বিধ্বস্ত হয়। এ সময় ঘরচাপা পড়ে মারা গেছে একটি গরু। ক্ষতি হয়েছে শীতকালীন শাক-সবজির।
বঙ্গোপসাগর থেকে ৬০ কিলোমিটার দূরের কাঁঠালিয়া উপজেলায় বুধবার থেকেই বৃষ্টি পড়ছে। বৃহস্পতিবার সকাল থেকে নামে ভারি বৃষ্টি।
এদিকে ভারি বৃষ্টিতে ক্ষতির মুখে পড়েছে জেলায় শীতকালীন শাকসবজির চাষ। লালশাক, শিম, বরবটি, শালগম, মুলাসহ বিভিন্ন সবজি ক্ষেতে পানি ঢুকে পড়েছে।
ঘূর্ণিঝড়ের ক্ষয়ক্ষতির মোকাবেলায় জেলা প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করার কথা জানানো হয়েছে।
ঝালকাঠির জেলা প্রশাসক আশরাফুর রহমান বলেন, “ঘূর্ণিঝড়ের সময়ে আশ্রয়ের জন্য জেলায় ৮২৩টি শিক্ষাপ্রতিষ্ঠান ও ৬২টি সাইক্লোন শেল্টার প্রস্তুত রাখা হয়েছে।
“দুর্যোগ মোকাবেলায় প্রস্তুত রয়েছে ৩৭টি মেডিকেল টিম, ফায়ার সার্ভিসের আটটি উদ্ধারকারী দল। এছাড়া নগদ ৫ লাখ টাকা এবং জরুরি মুহূর্তে বিতরণের জন্য ৪০০ টন চাল মজুদ রয়েছে।”
এদিকে ঘূর্ণিঝড় দানার প্রভাবে বৃহস্পতিবার ঘুমোট আবহাওয়া বিরাজ করছে জেলাজুড়ে। ভোর থেকেই মেঘে অন্ধকার হয়ে আসে চারপাশ। বেলা ১১টা থেকে জেলায় থেমে থেমে বৃষ্টি হচ্ছে। পরে এক মিনিটের ঝড়ও বয়ে যায়। তবে, ঝড়ে হতাহত বা প্রাণহানির ঘটনা ঘটেনি।
কক্সবাজারে ভেঙেছে নৌবাহিনীর জেটি
ঘূর্ণিঝড়ের প্রভাবে কক্সবাজারে বঙ্গোপসাগর উত্তাল হয়ে উঠেছে। টেউয়ের তোড়ে বার্জের ধাক্কায় ভেঙে দ্বিখণ্ডিত হয়ে গেছে উখিয়ার ইনানী সৈকতের নৌবাহিনীর জেটি।
বুধবার রাতের কোনো এক সময় মেরিন ড্রাইভের উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নের ইনানী এলাকায় এ ঘটনা ঘটেছে বলে বৃহস্পতিবার সকালে জানিয়েছেন উখিয়ার উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর হোসেন।
তিনি বলেন, “কি কারণে এমন দুর্ঘটনা ঘটেছে তা বিস্তারিত জানতে খোঁজ খবর নেওয়া হচ্ছে।”
স্থানীয়রা জানিয়েছেন, বুধবার মধ্যরাতের পর ২-৩ টার সময় ছিল পূর্ণ জোয়ার। এসময় ঢেউয়ের প্রচণ্ডতায় জেটির সাথে বাঁধা সংস্কার কাজে ব্যবহৃত একটি ছোট বার্জের ধাক্কায় জেটিটির বড় একটি অংশ ভেঙে দ্বিখণ্ডিত হয়ে যায়।
ইনানী জেটিঘাট এলাকার চা দোকানি আব্দুল মাজেদ বলেন, “বার্জটি জেটির সাথে বেঁধে রাখায় মধ্যরাত থেকে বাতাসের ধাক্কায় বড় বড় আওয়াজ শুনা যাচ্ছিল। কিন্তু এ সময় কেউ জেটিতে এবং বার্জে ছিল না।”
জেলায়-জেলায় প্রস্তুতি
প্রবল ঘূর্ণিঝড় দানা মোকাবেলায় উপকূলীয় জেলাগুলোতে ব্যাপক প্রস্তুতি নিয়েছে জেলা প্রশাসন। এসব এলাকায় আশ্রয়কেন্দ্র, মেডিকেল টিমসহ বিভিন্ন প্রস্তুতি গ্রহণ করা হয়ছে।
বাগেরহাট
দানা মোকাবেলায় উপকুলীয় জেলা বাগেরহাটে ব্যাপক প্রস্তুতি গ্রহণের কথা জানিয়েছে জেলা প্রশাসন। দুর্যোগ মোকাবেলায় প্রস্তুত রাখা হয়েছে আশ্রয়কেন্দ্র, সেচ্ছাসেবক ও শুকনো খাবার।
ঝড়ের প্রভাব বুধবার রাত থেকে জেলায় থেমে থেমে গুঁড়িগুঁড়ি বৃষ্টি হচ্ছে। বুধবার সকাল থেকে আকাশ মেঘলা, হাওয়ার গতি কিছুটা বেড়েছে। মাঝে মাঝে তা দমকা হাওয়ার সঙ্গে মাঝারি বৃষ্টিতে রূপ নিচ্ছে।
পিরোজপুর
বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় দানা মোকাবিলায় পিরোজপুরে প্রস্তুত করা হয়েছে ৫৬১টি আশ্রয়কেন্দ্র। যার মধ্যে ২৯৫টি সাইক্লোন শেল্টার সেন্টার এবং ২৬৬টি বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান।
বুধবার সন্ধ্যায় জেলা প্রশাসক কার্যালয়ের শহীদ আব্দুর রাজ্জাক সাইফ-মিজান সভাকক্ষে জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভায় এসব তথ্য দেন তিনি।
এসব আশ্রয়কেন্দ্রে দুই লাখ ৮০ হাজার ৫০০ জন আশ্রয় নিতে পারবেন বলে জানিয়েছেন জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল আলম খান।
বরিশাল
দানা মোকাবেলায় বরিশালে ৫৪১টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখার কথা জানিয়েছে জেলা প্রশাসন। এ ছাড়া ৭৫৮টি মাধ্যমিক বিদ্যালয়, মাদ্রাসা, কলেজ এবং এক হাজার ৫৯০টি প্রাথমিক বিদ্যালয় প্রস্তুত রাখা হয়েছে।
বুধবার সন্ধ্যায় নিজ কার্যালয়ে সভা কক্ষে জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির জরুরি সভায় এ তথ্য জানান বরিশাল জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন।
দুর্যোগ মোকাবেলায় সব ধরনের প্রস্তুতির কথা জানিয়ে জেলা প্রশাসক বলেন, আশ্রয়কেন্দ্রের প্রতিটিতে ৫০০ জন করে উঠতে পারবেন।
“আমাদের হাতে এ মুহূর্তে ত্রাণ কার্য পরিচালনার জন্য ১২ লাখ ২৬ হাজার টাকার পাশাপাশি শিশু খাদ্যের জন্য পাঁচ লাখ এবং গো খাদ্যের জন্য পাঁচ লাখ টাকা আছে।
“এ ছাড়া ত্রাণ কার্য পরিচালনার জন্য ৫৬৯ মেট্রিকটন চালও মজুদ রয়েছে। সেইসঙ্গে শুকনো খাবার ও পানি বিশুদ্ধ করণ ট্যাবলেট সরবরাহ করা হচ্ছে।”
খুলনা
খুলনা অঞ্চলের উপকূলীয় এলাকায় বুধবার সকাল থেকেই ছিল মেঘাচ্ছন্ন। দুপুর ১২টার দিকে ভারি বৃষ্টি হয়েছে। পরে শুরু হয় গুঁড়িগুঁড়ি বৃষ্টি।
খুলনা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিরুল আজাদ বলেন, “বুধবার দুপুর থেকে বিকাল ৩টা পর্যন্ত খুলনায় ৮ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে।”
বর্তমান অবস্থান অনুযায়ী ঝড়ের মূলশক্তিটি ভারতের উড়িষ্যার ওপর দিয়ে যাওয়ার কথা জানিয়ে তিনি বলেন, “এর বাংলাদেশের প্রভাবটি বৃহস্পতিবার রাতে উপকূল অতিক্রম করতে পারে। এ সময়ে উপকূলীয় এলাকায় বৃষ্টি আরও বাড়তে পারে।”
সাতক্ষীরা
বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় দানার কারণে সাতক্ষীরার উপকূলীয় উপজেলা শ্যামনগর ও আশাশুনির সরকারি কর্মকর্তাদের ছুটি বাতিল করা হয়েছে।
সাতক্ষীরা জেলা প্রশাসক মো. মোস্তাক আহমেদ জানান, জেলা প্রশাসনের পক্ষ থেকে উপকূলীয় এলাকার সরকারি কর্মকর্তা কর্মচারীদের ছুটি বাতিল করা হয়েছে।
একই সাথে জেলার দুর্যোগ ব্যাবস্থাপনা সংশ্লিষ্ট দায়িত্বশীলদেরও ছুটি বাতিল করা হয়েছে বলে জানান তিনি।
জেলা প্রশাসক বলেন, “শ্যামনগর ও আশাশুনি উপজেলার দুর্বল বেড়িবাঁধ নিকটবর্তী মানুষদের জন্য প্রস্তুত রাখা হয়েছে ৮৮৭টি সাইক্লোন শেল্টার ও আশ্রয়কেন্দ্র।”
সাতক্ষীরায় রয়েছে বিগত শতাব্দীর ষাটের দশকে নির্মিত উপকূলীয় নদী বেড়ীবাঁধ। তার মধ্যে শ্যামনগর ও আশাশুনির ১৫ কিলোমিটার বেড়িবাঁধ জরাজীর্ণ ও অধিক ঝুঁকিপূর্ণ।
ভোলা
ঘূর্ণিঝড় দানার প্রভাবে বৈরী আবহাওয়ায় ভোলায় ৮৬৯টি আশ্রয় কেন্দ্র প্রস্তুত রাখার কথা জানিয়েছে জেলা প্রশাসন।
উপকূলীয় জেলা ভোলায় ঘূর্ণিঝড়ের প্রভাব মোকাবেলায় বুধবার ডিসি কার্যালয়ের সম্মেলন কক্ষে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির জরুরি সভা হয়েছে।
সভা থেকে ডিসি মো. আজাদ জাহান বলেন, ঘূর্ণিঝড় দানার প্রভাব মোকাবেলায় ইতোমধ্যে জেলার ৮৬৯টি আশ্রয়কেন্দ্র ও ১৪টি মাটির কিল্লা প্রস্তুত করা হয়েছে।
১৩ হাজার ৮৬০ জন স্বেচ্ছাসেবক সদস্য ঘূর্ণিঝড় মোকাবেলায় প্রস্তুত রয়েছে। গঠন করা হয়েছে আটটি কন্ট্রোল রুম। পাশাপাশি গঠন করা হয়েছে মেডিকেল টিম।
এছাড়া জেলার বিচ্ছিন্ন ঝুঁকিপূর্ণ চরাঞ্চলের লক্ষাধিক বাসিন্দা নিরাপদ আশ্রয়ে সরিয়ে আনার জন্য প্রস্তুতি নিয়েছে প্রশাসন।
নোয়াখালী
দানার প্রভাবে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার সঙ্গে জেলা সদরসহ সারাদেশের নৌ-যোগাযোগ বন্ধ রয়েছে।
বুধবার বেলা ২টা থেকে উপজেলা প্রশাসনের নির্দেশে সব ধরনের নৌযান চলাচল বন্ধ করে দেওয়া হয় বলে হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিল্টন চাকমা জানান।
তিনি বলেন, “৩ নম্বর হুঁশিয়ারি সংকেত চলছে। নৌ যোগাযোগ বন্ধ রাখতে বলার পাশাপাশি মাছ ধরার নৌকাগুলোকে সতর্কতার সঙ্গে চলতে বলা হয়েছে।”
ঘূর্ণিঝড়ের প্রভাবে বুধবার ভোর থেকে নোয়াখালীর বিভিন্ন এলাকায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত শুরু হয়। সকাল পৌনে ১১টা থেকে বৃষ্টিপাত ৩০ মিনিট ভারি বৃষ্টি হয়।
৫ রুটে লঞ্চ চলাচল বন্ধ
ঘূর্ণিঝড় দানার প্রভাবে ঢাকা থেকে পাঁচটি রুটে লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ-বিআইডব্লিউটিএ।
বৃহস্পতিবার বিআইডব্লিউটিএ এর জনসংযোগ কর্মকর্তা এহতেশামুল পারভেজের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঘূর্ণিঝড় দানার প্রভাবে সমুদ্রবন্দরগুলোকে ৩ নম্বর সতর্কতা সংকেত এবং নদী বন্দরগুলোকে ২ নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে।
সে কারণে ঢাকা থেকে হাতিয়া, বেতুয়া/ আয়শাবাগ, রাঙ্গাবালী, চরমোন্তাজ ও খেপুপাড়া নৌরুটের লঞ্চ চলাচল পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ রাখা হয়েছে।