বন্যা দুর্গত এলাকায় জরুরি সহায়তার জন্য কন্ট্রোল রুম ও হটলাইন খুলেছে পুলিশ ও র্যাব।
Published : 23 Aug 2024, 05:33 PM
দেশের ১১ জেলায় ভয়াবহ বন্যার মধ্যে জরুরি উদ্ধার তৎপরতার পাশাপাশি ত্রাণ বিতরণে অংশ নিচ্ছেন পুলিশ, র্যাব, বিজিবি ও কোস্ট গার্ড সদস্যরা।
র্যাব তাদের হেলিকপ্টার নিয়ে ফেনীতে আটকে পড়া বন্যা দুর্গতদের উদ্ধার ও ত্রান বিতরণ কার্যক্রমে যোগ দিয়েছে।
এ বাহিনীর আইন ও গণমাধ্যম শাখার সহকারী পরিচালক আ ন ম ইমরান খান জানান, শুক্রবার ফেনীতে উদ্ধার অভিযান শুরু করেছে তাদের হেলিকপ্টার।
তিনি বলেন, "ফেনীতে আটকে পড়া বন্যা দুর্গতদের হেলিকপ্টারে উদ্ধার করে নিরাপদে সরিয়ে নেওয়ার পাশাপাশি ত্রাণ বিতরণ করছে র্যাব।"
র্যাব সদরদপ্তর জানায়, চলমান বন্যা পরিস্থিতির শুরু থেকেই র্যাবের পক্ষ থেকে বন্যার্তদের মধ্যে ত্রাণ বিতরণ করা হচ্ছে। এর ধারাবাহিকতায় শুক্রবার ফেনীর বিভিন্ন এলাকায় পাঁচশতাধিক বন্যার্তদের শুকনো খাবার, পানি বিশুদ্ধকরণ টেবলেট, খাবার সেলাইন ও প্রয়োজনীয় ওষুধ বিতরণ করা হয়েছে।
ত্রাণ বিতরণ ও চিকিৎসা সেবার পাশাপাশি ফেনীর পশুরাম সীমান্তবর্তী এলাকা থেকে একজন গর্ভবতী নারী এবং দুইজন নবজাতক শিশুকে উদ্ধার করে অক্সিজেন সাপোর্ট দিয়ে নিরাপদ স্থানে পৌঁছে দেওয়া হয়েছে।
এছাড়া নারী, শিশু ও বৃদ্ধসহ বন্যা দুর্গত এলাকা হতে ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকা পানিবন্দিদের হেলিকপ্টারের মাধ্যমে উদ্ধার করে নিরাপদ স্থানে স্থানান্তর করা হচ্ছে। অনেক পানিবন্দি মানুষ যারা ত্রাণ পাচ্ছিলেন না, তাদের খুঁজে বের করে র্যাবের পক্ষ থেকে ত্রাণ সহায়তা দেওয়া হচ্ছে।
বন্যা পরিস্থিতিকে কাজে লাগিয়ে কেউ যেন আইন-শৃঙ্খলার অবনতি ঘটাতে না পারে সেজন্য নিয়মিত টহল কার্যক্রমের পাশাপাশি সাধারণ পোশাকে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে।
বন্যার্তদের মানবিক সহায়তাসহ যে কোনো প্রয়োজনে সকলকে র্যাব কন্ট্রোলরুমের সঙ্গে (মোবাইল নম্বর ০১৭৭৭৭১০৭৯৯) যোগাযোগ করতে অনুরোধ করেছে এ বাহিনী।
এদিকে পুলিশ সদর দপ্তরও বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়িনোর কথা জানিয়েছে। প্রয়োজনীয় সহযোগিতার জন্য জাতীয় জরুরি সেবার নম্বর ৯৯৯ অথবা জেলা পুলিশের হটলাইন নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে।
জেলা পুলিশে হটলাইন নাম্বার-
নোয়াখালী +8801320111898
লক্ষ্মীপুর +8801320112898
ফেনী +8801320113898
ব্রাহ্মণবাড়িয়া +880 1320-115898
কুমিল্লা +880 1320-114898
চাঁদপুর +880 13 2011 6898
রাঙ্গামাটি +8801320109898
বান্দরবান +8801320110898
খাগড়াছড়ি +8801320110398
চট্টগ্রাম +8801320108398
কক্সবাজার +8801320109398
মৌলভীবাজার +880 1320-120698
হবিগঞ্জ +880 1320-119698
বিজিবি সদরদপ্তর এক বার্তায় জানিয়েছে, শুক্রবার বিজিবির শ্রীমঙ্গল ব্যাটালিয়নের উদ্যোগে মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার মোকাবিল, কুরমা ও চাম্পাপাড়া সীমান্তবর্তী এলাকায় ছয়শর বেশি পরিবারের মধ্যে শুকনা খাবার, বিনামূল্য চিকিৎসা এবং ওষুধ সামগ্রী বিতরণ করা হয়েছে।
শুক্রবার কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, ফেনীতে স্মরণকালের ভয়াবহ বন্যা পরিস্থিতি মোকাবেলায় ‘নিরলসভাবে কাজ করে যাচ্ছে’ বাংলাদেশ কোস্ট গার্ড।
ফেনীর পানিবন্দিদের উদ্ধার ও সার্বিক সহায়তা দেওয়ার পাশাপাশি খাদ্য ও বিশুদ্ধ খাবার পানি সরবরাহ করা হচ্ছে। পানিবন্দিদের উদ্ধার করে আশ্রয় কেন্দ্রে পৌছে দিচ্ছে কোস্ট গার্ড ডুবুরীদল।
উজান থেকে নেমে আসা ঢল ও ভারি বৃষ্টির কারণে সৃষ্ট বন্যায় শুক্রবার দুপুর পর্যন্ত দুই নারীসহ ১৩ জনের মৃত্যুর খবর দিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়।
এর মধ্যে কুমিল্লায় ৪ জন, ফেনীতে ১ জন, চট্টগ্রামে ২ জন, নোয়াখালীতে ১ জন, ব্রাহ্মণবাড়িয়ায় ১ জন, লক্ষ্মীপুরে ১ জন ও কক্সবাজারে ৩ জন রয়েছেন।
দুর্যোগ মন্ত্রণালয় জানিয়েছে, ফেনী, কুমিল্লা, চট্টগ্রাম, খাগড়াছড়ি, নোয়াখালী, মৌলভীবাজার, হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, সিলেট, লক্ষ্মীপুর ও কক্সবাজারের ৭৭ উপজেলার ৫৮৪টি ইউনিয়ন বা পৌরসভা ক্ষতিগ্রস্ত হয়েছে।
আকস্মিক এই বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছেন ওই ১১ জেলার ৪৪ লাখ ৯৭ হাজার ৫৩৫ জন। পানিবন্দি হয়ে পড়েছে ৮ লাখ ৮৭ হাজার ৬২৯ পরিবার।
ফেনী, কুমিল্লাসহ পাঁচ জেলায় ধীর গতিতে বন্যা পরিস্থিতির উন্নতি হওয়ার তথ্য দিয়েছে পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।