বিবৃতিতে বলা হয়, “স্কুল বা শিক্ষা প্রতিষ্ঠানে যে কোনো হামলার ঘটনায় ইউনিসেফ তীব্র নিন্দা জানায়।”
Published : 29 May 2024, 11:17 PM
কক্সবাজারের আশ্রয়কেন্দ্রে গুলিতে এক রোহিঙ্গা শিক্ষক নিহত হওয়ার ঘটনায় শোক প্রকাশ করেছে ইউনিসেফ।
বুধবার বাংলাদেশে ইউনিসেফের প্রতিনিধি শেলডন ইয়েটি এ বিষয়ে বিবৃতিতে বলেন, "ইউনিসেফ এ ঘটনায় আন্তরিক সমবেদনা জানাচ্ছে এবং নিহতের পরিবার ও স্বজনদের প্রতি সমবেদনা জানাচ্ছে।
"স্কুল বা শিক্ষা প্রতিষ্ঠানে যে কোনো হামলার ঘটনায় ইউনিসেফ তীব্র নিন্দা জানায়। শিক্ষা প্রতিষ্ঠান অবশ্যই শিশু এবং এই অপরিহার্য সেবার সঙ্গে জড়িত সব কর্মীদের জন্য একটি নিরাপদ স্থান হতে হবে।"