ঢাকা কলেজের বাস ভাঙচুরকে কেন্দ্র করে কলেজ দুটির শিক্ষার্থীরা দফায় দফায় সংঘর্ষে জড়ায়।
Published : 21 Nov 2024, 12:03 AM
দিনভর ঢাকা কলেজের শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষের পর বৃহস্পতিবার ক্লাস বন্ধ রাখার ঘোষণা দিয়েছে সিটি কলেজ কর্তৃপক্ষ।
বুধবার রাতে সিটি কলেজের ওয়েবসাইটে একদিনের জন্য বৃহস্পতিবার এ নোটিস প্রকাশ করা হয়।
সিটি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক মো. নেয়ামুল হক স্বাক্ষরিত নোটিসে বলা হয়, “অনিবার্য কারণবশত আগামীকাল (২১ নভেম্বর) সকল ক্লাস বন্ধ থাকবে।"
এর আগে ঢাকা কলেজের ১৮৪তম প্রতিষ্ঠাবার্ষিকীর দিন বুধবার দুপুরে কলেজটির দুটি বাস সিটি কলেজের শিক্ষার্থীরা ভাঙচুর করেন। এ ঘটনার জেরে দুই কলেজের শিক্ষার্থীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়।
সেই থেকে সন্ধ্যা পর্যন্ত ওই মারামারি চলে, যাতে ঢাকা কলেজের দেড় শতাধিক শিক্ষার্থী আহত হয় বলে দাবি করা হয়েছে।
সন্ধ্যা পৌনে ৭টায় ঢাকা কলেজ ক্যাম্পাসে কলেজ কর্তৃপক্ষ ও শিক্ষার্থীরা সংবাদ সম্মেলনে সিটি কলেজের শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষে আহত ঢাকা কলেজের ‘দেড় শতাধিক শিক্ষার্থীর’ সুচিকিৎসা নিশ্চিত করার দাবি জানান হয়।
সেনাবাহিনীর বিরুদ্ধে ঢাকা কলেজের স্থাপনায় ‘সরাসরি হামলা ও ভাঙচুরের’ অভিযোগ তুলে তারা এ হামলার ‘নির্দেশদাতা’ পুলিশ কর্মকর্তাদের ‘ক্ষমা চেয়ে’ পদত্যাগের দাবি করেছেন।
একইসঙ্গে পরবর্তীতে সংঘর্ষ এড়াতে সায়েন্স ল্যাবরেটরি এলাকা থেকে সিটি কলেজ সরিয়ে নেওয়ারও দাবি জানান ঢাকা কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা।
সংবাদ সম্মেলন করে লিখিত বক্তব্যে দাবিগুলো তুলে ধরেন শিক্ষক পরিষদের সম্পাদক আ ক ম রফিকুল ইসলাম।
ঢাকার সায়েন্স ল্যাবরেটরি মোড়ের কাছে আধা কিলোমিটারেরও কম দূরত্বে ঢাকা কলেজ ও সিটি কলেজের ক্যাম্পাস। দুই শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্ররা প্রতি বছরই কয়েকবার করে সংঘর্ষে জড়ায় নানা কারণে।
গত অক্টোবরের শেষ দিকে সিটি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও উপাধ্যক্ষকে অপসারণের দাবি জানিয়েছিলেন কলেজটি শিক্ষার্থীরা।
ওই ঘটনা নিয়ে জটিলতার মধ্যে কলেজটি দীর্ঘ ২০ দিন বন্ধ রাখার পর মঙ্গলবার থেকে অ্যাকাডেমিক কার্যক্রম চালু হয়। এর একদিন না যেতেই শিক্ষার্থীরা ঢাকা কলেজের সঙ্গে সংঘাতে জড়ালেন।