“সারাদেশে প্রায় ২০ লাখ ব্যাটারিচালিত রিকশা চলে। এখন আমরা কি এদের রুটি-রোজগারকে প্রতিহত করব?”, বলেন শিল্প সচিব।
Published : 20 May 2024, 07:44 PM
ব্যাটারিচালিত রিকশার মান নির্ধারণ করা যায় কিনা সে বিষয়ে নিয়ে কাজ করতে প্রধানমন্ত্রীর বরাত দিয়ে সরকারি সংস্থা বাংলাদেশ স্ট্যান্ডর্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউট-বিএসটিআইয়ের তাগিদ দিয়েছেন সিনিয়র শিল্পসচিব জাকিয়া সুলতানা।
একই আয়োজনে খাদ্য ও পণ্যের মান নিয়ন্ত্রণে সরকারি সংস্থাটির সক্ষমতা গড়ে না উঠায় আক্ষেপ করেছেন শিল্প মন্ত্রী নুরুল মজিদ হুমায়ুন।
সোমবার দুপুরে তেজগাঁওয়ের বিএসটিআইয়ের প্রধান কার্যালয়ে এক আলোচনা সভায় তারা এসব কথা বলেন।
বিশ্ব মেট্রোলজি দিবস-২০২৪ উপলক্ষে এই আলোচনা বিএসটিআই কর্মকর্তাদেরকে ক্ষুদ্র উদ্যোক্তাদের আইনের বিষয়ে সচেতন করে তাদের সহযোগিতার আহ্বানও জানানো হয়।
শিল্প মন্ত্রণালয়ের সিনিয়র সচিব বলেন, “রিকশা যখন যন্ত্রচালিত হয়ে যায়, তখন দেখা যায় হাত-পা উপরে উঠে আছে কিন্তু গাড়ি চলছে। এটা অ্যাকসিডেন্ট হতে পারে। হাইওয়েতে আরও মারাত্মক।
“সারাদেশে প্রায় ২০ লাখ ব্যাটারিচালিত রিকশা চলে। এখন আমরা কি এদের রুটি-রোজগারকে প্রতিহত করব? সেটি আমাদের উদ্দেশ্য নয় কিন্তু। এটার একটা স্ট্যান্ডার্ড ঠিক করে দেওয়া যেতে পারে।“
পৃথিবীর বিভিন্ন দেশে ব্যাটারিচালিত রিকশা চলছে জানিয়ে তিনি বলেন, “মাননীয় প্রধানমন্ত্রী এ জন্যই বলেন, ‘তোমরা এটা ঠিক করে দাও। তোমরা জায়গাটাকে একটু ম্যাসেজ কর, রোলার্স কর, ওয়েইটটা (ওজন) একটু দিয়ে দাও। তাহলেই তো আর এই ব্যাটারিচালিত রিকশা…’
“আর এটার উপরে অনেকের জীবন-জীবিকা নির্ভর করছে। ক্লিয়ারলি ইনস্ট্রাকশন দিয়ে দিলে হয়ত তারা সেই ইনস্ট্রাকশন মেনে চলবে “
শিল্প সচিব বলেন, “আমি বিএসটিআইয়ের ডিজি মহোদয়কে বলছিলাম, যদি এটা করা সম্ভব হয়, তবে রুটি-রোজগারও আমাদের ভালো থাকল। এখন যে বৈশ্বিক একটা পরিস্থিতির মধ্যে আমরা যাচ্ছি, এই অবস্থায় এতগুলো লোকের উপরে তাদের পরিবার ডিপেন্ড করছে। তাদের জন্য সমস্যা তৈরি হবে না। সব কিছুর স্ট্যান্ডার্ডটা আমাদের খুবই জরুরি।“
গত কয়েক বছরে দেশে ব্যাটারিচালিত অটোরিকশার ব্যবহার যেমন বেড়েছে, তেমনি প্যাডালচালিত রিকশায় ব্যাটারি লাগিয়ে সেগুলো দ্রুতগতির করার পাশাপাশি চালকের জন্য আরামদায়ক করা হয়েছে।
কিন্তু এই রিকশাগুলোর কোনো বৈধতা ছিল না। ফলে পুলিশ প্রায়ই এগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে থাকে। আবার চাঁদা আদায় করে চলতে দেওয়ার ঘটনাও আসনে এসেছে।
সম্প্রতি সরকারি এক আদেশে ঢাকায় ব্যাটারিচালিত রিকশা বন্ধের ঘোষণা আসে, এরপর মিরপুরে রিকশা চালকরা ব্যাপক বিক্ষোভ দেখায়।
বৃহস্পতিবার বিএসটিআইয়ের এই আয়োজনে আগে সড়কমন্ত্রী ওবায়দুল কাদের জানান নতুন সিদ্ধান্ত।
মন্ত্রী বলেন, “ঢাকা সিটিতে এই মুহূর্তে নিষেধাজ্ঞার দরকার নেই। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কথা বিবেচনা করে সিটি এলাকার ব্যাটারিচালিত গাড়ির চলাচলে যে নিষেধ, সেটা আপাতত স্থগিত রেখে চলাচলের অনুমতি দিয়েছেন।"
তবে এই রিকশাগুলোর কোনো নির্ধারিত মান নেই। চালকদেরও কোনো প্রশিক্ষণ নেই। বিএসটিআই সাইকেল রিমস, প্যাসেঞ্জার কার টায়ারস অ্যান্ড রিমস, ট্রাক অ্যান্ড বাস টায়ারস অ্যান্ড রিমস ও মোটরসাইকেল টায়ারস অ্যান্ড রিমস বিষয়ে মান নির্ধারণ করলেও ব্যাটারিচালিত রিকশার বিষয়ে কোনো মান নির্ধারণ করেনি।
বিএসটিআইয়ের আয়োজনে শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন বলেন, “বিএসটিআইয়ের ক্যাপাসিটি (সক্ষমতা) আসলে সেভাবে বিল্ড আপ হয় নাই (গড়ে উঠেনি) ।
“আমাদের লোকবল নাই, আমাদের যেটুকু পরিধি আছে, সেভাবে কাজ হয় নাই। নিজেদেরকে প্রস্তুত করতে পারি নাই। এটার জন্য প্রস্তুতি চলছে। বিএসটিআইয়ের যে পরিধি, তা বাড়াতে হবে।”
মন্ত্রী চান, কারখানার উদ্যোক্তা যেন হয়রানির মুখে না পড়ে। তিনি বলেন, “অত্যন্ত দ্রুত সময়ের মধ্যেই যেন আমরা তাদেরকে সার্ভিস দিতে পারি। আমাদের ল্যাবরেটরি, লোকবল বাড়াতে হবে। ব্যবসায়ীরা যেন হ্যারাস (হেনস্তা) না হয়। আমদানি ও রপ্তানিসহ সব কাজে একটা দক্ষ কর্মী বাহিনী প্রয়োজন আছে।“
ব্যবসায়ীদের সংগঠন এফবিসিসিআইয়ের সভাপতি মাহবুবুল আলম বিএসটিআইয়ের লোকবল ও কার্যক্রম আরও বাড়ানো ও যন্ত্রপাতির মান আরও আধুনিক করার পরামর্শ দেন।
তিনি বলেন, “আমি মনে করি আপনারা যদি বিজনেস ফ্রেন্ডলি হোন, তবে দেশ আরও এগিয়ে যাবে। একজন ছোট ব্যবসায়ীকে আপনারা কোনোভাবেই ক্ষতিগ্রস্ত করবেন না। কারণ তার ক্ষুদ্র বাজেটে সে আর আগাতে পারবে না। তাদেরকে যদি আপনারা সচেতন করেন, সে না জেনে থাকলে জানবে।”
বিশ্ব মেট্রোলজি দিবসের এবারের প্রতিপাদ্য ছিল ‘টেকসই ভবিষ্যৎ বিনির্মাণে আজকের পরিমাপ’। ওজন ও পরিমাপ বিষয়ে সচেতনতা তৈরিতে প্রতি বছর বিশ্বব্যাপী দিবসটি পালন করা হয়।
শিল্প মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জাকিয়া সুলতানা ওজনে কারচুপি নিয়ে টানেন ধর্মের কথা। তিনি বলেন, “চৌদ্দশত বছর আগে আল্লাহ কোরআনের আর রহমানের ৭.৮ ও ৯ নম্বর আয়াতে পরিমাপের বিষয়ে বলেছেন। আমরা যদি কোরআনের এই আয়াতগুলোকেও অনুসরণ করি তবুও অন্তত আমাদের পরিমাপ নিয়ে সমস্যাটা হবে না।”