ফায়ার সার্ভিসের দশটি ইউনিট প্রায় পৌনে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
Published : 22 Feb 2025, 02:25 AM
মধ্যরাতে রাজধানীর কড়াইল বস্তিতে আগুন লেগে পুড়ে গেছে কয়েক ডজন ঘর।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স অধিদপ্তরের মিডিয়া কর্মকর্তা তালহা বিন জসীম জানান, শুক্রবার রাত পৌনে ১টার দিকে সেখানে আগুন লাগার খবর পান তারা।
"আগুনের খবর পেয়ে আমাদের প্রথম ইউনিট পৌঁছায় ১২টা ৫২ মিনিটে। এরপর একে একে দশটি ইউনিট যোগ দেয়।”
প্রায় পৌনে এক ঘণ্টার চেষ্টায় রাত ১টা ৩৫ মিনিটে তারা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন বলে জানান ফায়ার সার্ভিস কর্মকর্তা মো. শাহজাহান শিকদার।
আগুনে বস্তির কয়েক ডজন ঘর পুড়ে গেছে। তবে প্রাথমিকভাবে আগুন লাগার কারণ বা হতাহতের কোনো তথ্য জানাতে পারেনি ফায়ার সার্ভিস।
এর আগে শুক্রবার সন্ধ্যায় রাজধানীর খিলগাঁওয়ে তালতলা মার্কেটের পাশে একটি স মিলে আগুন লাগে। দুই ঘণ্টার চেষ্টার পর ফায়ার সার্ভিসের নয়টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে দুটি স মিল ও অন্তত ২০টি দোকান পুড়ে যায়।